ছুটি না পেয়ে অসুস্থ নারী শ্রমিকের মৃত্যুর জেরে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক অবরোধ : তীব্র যানজট

সিটিভি নিউজ, এম আর কামাল, নিজস্ব প্রতিবেদক, নারায়ণগঞ্জ : অসুস্থ শ্রমিককে ছুটি না দেওয়ায় চিকিৎসার অভাবে মৃত্যুর অভিযোগে নারায়ণগঞ্জে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেছেন পোশাক শ্রমিকরা।
সোমবার (৩ নভেম্বর) সকাল ১০টার পরে মহাসড়কের বন্দর উপজেলার মদনপুর অংশে অবরোধ করেন শ্রমিকরা। এতে চট্টগ্রামমুখী লেনে প্রায় ৬ কিলোমিটারজুড়ে তীব্র যানজট সৃষ্টি হয়েছে। মারা যাওয়া শ্রমিক হলেন- কিশোরগঞ্জ জেলার পাকুন্দিয়া থানার দুলালের মেয়ে রিনা (৩০)
শ্রমিকেরা জানান, রবিবার রাতে গার্মেন্টসে কাজ করতে আসার পর হঠাৎ অসুস্থ হয়ে পড়েন রিনা। এসময় ছুটি চাইলে তাকে ছুটি দেয়া হয়নি। এর কিছুক্ষণ পরে গার্মেন্টসে মাথা ঘুরে পড়ে যান তিনি। পরে তাকে স্থানীয় ঈশা খাঁ হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে গেলে প্রাথমিক চিকিৎসা শেষে কর্তব্যরত চিকিৎসক তাকে ঢাকা মেডিকেলে পাঠিয়ে দেয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত নয়টার দিকে তার মৃত্যু হয়।
এদিকে সকালে শ্রমিক নিহত হওয়ার খবর ছড়িয়ে পড়লে পুরো গার্মেন্টসের শ্রমিকেরা বিক্ষুব্ধ হয়ে রাস্তায় নেমে আসেন। এসময় ঢাকা চট্টগ্রাম মহাসড়কে অবস্থান নিয়ে যান চলাচল বন্ধ করে দেন তারা।
কাঁচপুর থানা হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাদের জিলানী জানান, বিক্ষুব্ধ শ্রমিকেরা সড়ক অবরোধ করে রেখেছে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে কাজ করছে।
নারায়ণগঞ্জের ইন্ডাস্ট্রিয়াল পুলিশের পরিদর্শক (ইন্টিলিজেন্স) সেলিম বাদশা জানান, গতকাল রাতে ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় লারিজ ফ্যাশনস নামের গার্মেন্টসের এক নারী শ্রমিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় বিক্ষুব্ধ শ্রমিকেরা সড়ক অবরোধ করে রেখেছে। পুলিশ ঘটনাস্থলে কাজ করছে। সংবাদ প্রকাশঃ ০৩-১১-২০২৫ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=