কুমিল্লায় ডায়াগস্টিক সেন্টারে রোগ নির্ণয়ে ভুল রিপোর্টের কারণে বিপাকে পড়ছেন চিকিৎসক ও রোগীরা

সিটিভি নিউজ।।কুমিল্লা নগরীর ঝাউতলায় কুমিল্লা নাভনা হসপিটাল প্রাইভেট লিমিটেড এর ডায়াগস্টিক সেন্টারে রোগ নির্ণয়ে ভুল রিপোর্টের কারণে চিকিৎসক ও রোগীরা পড়ছেন বিপাকে। বিশেষজ্ঞ চিকিসকদের মতে ডায়াগনষ্টি সেন্টারে রোগ নির্ণয়ে ভুল হলে চিকিসকগণ চিকিসা সেবায় ব্যর্থ হন এবং রোগীর বিশাল ক্ষতি হবার সম্ভাবনা থেকেযায়। এমনি একটি ঘটনা ঘটেছে গত ২৯ অক্টোবর কুমিল্লার নাভনা হসপিটাল প্রাইভেট লিমিটেড এর ডায়াগস্টিক সেন্টারে। সাংবাদিদের কাছে দেয়া এক অভিযোগে জানাযায়,কুমিল্লার সরকারী মহিলা কলেজ রোডের বাসিন্দা বিশিষ্ট ব্যবসায়ী লোকমান হোসেন তার ৮ম শ্রেনী পড়ুয়া কণ্যার নূহার জ্বর হবার পর চিকিসার জন্যে কুমিল্লার ঝাউতলা নাভনা হসপিটাল প্রাইভেট লিমিটেড এ মেডিসিন বিষেশজ্ঞ ডাঃ মামুনুর রশিদ ভুইয়ার কাছে যান।চিকিসক রোগীকে রক্ত পরীক্ষার জন্য পরামর্শ দিলে নাভনা হসপিটাল প্রাইভেট লিমিটেড এর ডায়াগস্টিক সেন্টারে রক্ত পরীক্ষার পর ফলফলে বলা হয় রোগীর টাইফয়েড পজেটিভ হয়েছে। চিকিৎসক ব্যবস্থাপত্রে কিছু ওষুধ লিখেদেন। ভুক্কভুগি লোকমান হোসেন সন্দেহ বশবতি হয়ে তার কণ্যাকে নিয়ে পরদিন টমসমব্রীজের ইবনেসিনা ডায়াগস্টিক সেন্টারে পুনরায় টাইফয়েড সনাক্তের জন্য রক্ত পরীক্ষা করালে ফলাফলে দেখাযায় রোগীর টাইফয়েড নেগেটিভ। রোগীর টাইফযেড হয়নি। এই অবস্থায় লোকমান হোসেন পূনরায় ডাঃ মামুনুর রশিদ ভুইয়ার কাছেগেলে রিপোর্ট দেখে তিনি হতাশ হন এবং তাৎক্ষনিকভাবে নাভনা হসপিটাল প্রাইভেট লিমিটেড এর ডায়াগস্টিক সেন্টারের মেডিকেল টেকনোলজিস্টদের ডেকে ভৎসনা করেন। তিনি আরো বলেন এভাবে রিপোর্ট দিলে ডাক্তার ও রোগীরা ক্ষতিগ্রস্থ হবেন। রোগ নির্ণয়ে ভুল রিপোর্ট দেয়ার কারণে ক্ষতিগ্রস্থ লোকমান হোসেন সাংবাদিকদের কাছে অভিযোগ করে সিভিল সার্জনের দৃষ্টি আকর্ষন করেছেন। এই অভিযোগ বিষয়ে সাংবাদিক কুমিল্লা নাভনা হসপিটাল প্রাইভেট লিমিটেড এর ডায়াগস্টিক সেন্টারের এমডি আবদুল আউয়ালের সাথে ফোনে কথা বললে তিনি জানান,তিনি অভিযোগটি জেনেছেন এবং ডায়াগস্টিক সেন্টারের টেকনোলজিস্টদের সাথে কথা বলেছেন,টেকনিশিয়ানরা বলেছে তাদের রিপোর্ট সঠিক আছে। ভুলটা তো ইবনেসিনা ডায়াগস্টিক সেন্টারেরও হতে পারে। সংবাদ প্রকাশঃ ০৩-১১-২০২৫ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=