কালীগঞ্জে উষা আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন শহীদ নুর আলী কলেজ রুদ্ধশ্বাস ফাইনালে ১-০ গোলে হার এমইউ কলেজের

সিটিভি নিউজ।। মানিক ঘোষ, নিজস্ব প্রতিনিধি ===============
ঝিনাইদহের কালীগঞ্জে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হলো উষা আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্ট–২০২৫। উত্তেজনাপূর্ণ ফাইনালে শহীদ নুর আলী কলেজ ফুটবল একাদশ ১–০ গোলে সরকারি এম ইউ কলেজকে হারিয়ে চ্যাম্পিয়নের মুকুট পরে নেয়।সকালেই উদ্বোধন, পায়রা উড়িয়ে শান্তির বার্তা শনিবার সকাল ১০টায় নলডাঙ্গা ভূষণ স্কুলমাঠে পায়রা উড়িয়ে টুর্নামেন্টের উদ্বোধন করেন প্রধান অতিথি সাইফুল ইসলাম ফিরোজ, উষার উপদেষ্টা ও ঝিনাইদহ–৪ (কালীগঞ্জ) আসনের সাবেক সংসদ নির্বাচন প্রার্থী। উদ্বোধনী অনুষ্ঠানে খেলোয়াড় ও অতিথিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন তিনি।
উষা বিশ্ববিদ্যালয় শাখার আয়োজনে ও কেন্দ্রীয় নির্বাহী সংসদের তত্ত্বাবধানে আয়োজিত এই টুর্নামেন্টে মোট চারটি কলেজ দল অংশ নেয়।প্রথম ম্যাচে শহীদ নুর আলী কলেজ ২–০ গোলে আনোয়ার মকলেজ কলেজকে হারায়।দ্বিতীয় ম্যাচে সরকারি এম ইউ কলেজ ট্রাইবেকারে ৪–১ গোলে আবুবকর মকছেদ আলী কলেজকে পরাজিত করে ফাইনালে যায়।বিকেল ৩টায় শুরু হয় টানটান উত্তেজনার ফাইনাল। খেলায় শহীদ নুর আলী কলেজের তারকা ফুটবলাররা দারুণ পারফর্ম করে। নির্ধারিত সময়ে একমাত্র গোলটি করে জয় নিশ্চিত করে তারা।আল জাসির তাঁর অসাধারণ পারফরম্যান্সে ‘ম্যান অব দ্য টুর্নামেন্ট’-এর সম্মান অর্জন করে।খেলা শেষে বিজয়ীদের হাতে ট্রফি তুলে দেন প্রধান অতিথি সাইফুল ইসলাম ফিরোজ।এ সময় উপস্থিত ছিলেন জাতীয় ফুটবল দলের খেলোয়াড় আলমগীর হোসেন এবং নেপালে অনুষ্ঠিত সাফ গেমসে ২০০ মিটার দৌড়ে স্বর্ণজয়ী কালীগঞ্জের কৃতি সন্তান আল জাসির। তাদের ক্রীড়াক্ষেত্রে অবদানের স্বীকৃতিস্বরূপ বিশেষ সম্মাননা প্রদান করা হয়।এছাড়াও প্রাক্তন খেলোয়াড় নুরুল ইসলাম ও আমামুল হক খোকা পদক পান।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএনপি নেতা শহিদুল ইসলাম সাইদুল ইসলাম, ইলিয়াস রহমান মিঠু, আনোয়ার হোসেন, অহেদ লস্কার, জবেদ আলী,উষা কেন্দ্রীয় সংসদের সভাপতি শিবলী রহমান পাভেল, সাধারণ সম্পাদক যোবায়ের আল মাহমুদ,ইবি শাখার সম্পাদক আশিকুর রহমান, উপদেষ্টা আশরাফ মণ্ডল, সাধন দাদা, মোস্তফা মোর্শেদ তোতা,ক্রীড়া সংগঠক অজিত কুমার ভট্টাচার্য, আসাদুজ্জামান মুকুল এবং স্থানীয় গণমাধ্যমকর্মীবৃন্দসহ উষার অন্যান্য সদস্যরা। সংবাদ প্রকাশঃ ০২-১১-২০২৫ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like)
আরো পড়ুন