মুরাদনগরে ‘সাম্য ও সততায়, দেশ গড়ব সমবায়’ প্রতিপাদ্যে জাতীয় সমবায় দিবস উদযাপিত

কুমিল্লার মুরাদনগরে ৫৪তম জাতীয় সমবায় দিবসের আলোচনা সভায় প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আব্দুর রহমান,
বিশেষ অতিথি সহকারী কমিশনার (ভ‚মি) সাকিবুল হাসান খান ও উপজেলা সমবায় কর্মকর্তা মোহাম্মদ মোশারফ হোসেন ভুইয়াসহ
অন্যান্য অতিথিবৃন্দ।

সিটিভি নিউজ।। বিল্লাল হোসেন, মুরাদনগর থেকে সংবাদদাতা জানান =====
‘সাম্য ও সততায়, দেশ গড়ব সমবায়’ এই গভীর তাৎপর্যপূর্ণ প্রতিপাদ্যকে ধারণ করে সারা দেশের ন্যায় কুমিল্লার মুরাদনগর উপজেলায়ও শনিবার অত্যন্ত উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে পালিত হলো ৫৪তম জাতীয় সমবায় দিবস। সমাজের সর্বস্তরের মানুষের মধ্যে সমবায় চেতনার বিস্তার এবং স্থানীয় অর্থনীতিতে এর ইতিবাচক প্রভাব তুলে ধরার লক্ষ্যে দিনব্যাপী বিভিন্ন কর্মস‚চি পালন করা হয়। দিবসটি উদযাপনের আনুষ্ঠানিকতা শুরু হয় দুপুরে কর্মসূচির সূচনা করা হয়। জাতীয় এবং সমবায় পতাকা উত্তোলন করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আব্দুর রহমান এবং সহকারী কমিশনার (ভ‚মি) সাকিবুল হাসান খান। তারা উভয়েই সমবায়ের আদর্শে দেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন।
পতাকা উত্তোলনের পর সমবায় আন্দোলনের গুরুত্ব ও অর্জন নিয়ে আলোচনার জন্য উপজেলা পরিষদের কবি নজরুল মিলনায়তনে এক আলোচনা সভার আয়োজন করা হয়। এই গুরুত্বপূর্ণ আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা সমবায় কর্মকর্তা মোহাম্মদ মোশারফ হোসেন ভুইয়া। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আব্দুর রহমান। তিনি তাঁর বক্তব্যে সমবায়কে একটি শক্তিশালী অর্থনৈতিক দর্শন হিসেবে আখ্যায়িত করেন। তিনি জোর দিয়ে বলেন, গ্রামীণ অর্থনীতিতে গতিশীলতা আনতে, ক্ষুদ্র উদ্যোক্তাদের আর্থিক স্বাধীনতা দিতে এবং পারস্পরিক সহযোগিতা ও সততার ভিত্তিতে সমাজ গড়তে সমবায় সমিতিগুলোর ভ‚মিকা অনস্বীকার্য। তিনি সমবায়ী নেতাদের সততা ও নিষ্ঠার সাথে কাজ করার আহŸান জানান।
বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভ‚মি) সাকিবুল হাসান খান। তিনি সমবায়ের মাধ্যমে ভ‚মি ব্যবহার ও ব্যবস্থাপনায় স্বচ্ছতা আনার এবং সাধারণ মানুষের অর্থনৈতিক ভিত্তি মজবুত করার বিভিন্ন দিক নিয়ে আলোকপাত করেন। সভাটি সঞ্চালনা ও যৌথ উপস্থাপনার দায়িত্বে ছিলেন, উপজেলার সহকারী পল্লী উন্নয়ন কর্মকর্তা গোলাম মোস্তফা এবং উপজেলা সমবায় কার্যালয়ের সহকারী পরিদর্শক আমির হোসেন।
অনুষ্ঠানে স্থানীয় সফল সমবায় সমিতিগুলোর নেতৃত্বদানকারী ব্যক্তিবর্গও বক্তব্য রাখেন। তাদের মধ্যে সাফল্য বহুমূখি সমবায় সমিতির ব্যবস্থাপক আল-আমিন তাঁর সমিতির সফলতার গল্প তুলে ধরেন। আদর্শ মহিলা সমবায় সমিতির সভাপতি বাহেরা বেগম নারীদের অর্থনৈতিক মুক্তি ও ক্ষমতায়নে সমবায়ের ভ‚মিকা ব্যাখ্যা করেন। এছাড়া, পল্লীবাংলা সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতির ব্যবস্থাপক মজিবুর রহমান তাঁর বক্তব্যে সমিতির মাধ্যমে স্থানীয় জনগণের সঞ্চয়ের অভ্যাস ও ঋণ গ্রহণ প্রক্রিয়ার সুবিধাগুলো নিয়ে আলোচনা করেন। বক্তারা সকলে একমত হন যে, সমবায়ের মাধ্যমেই টেকসই উন্নয়ন নিশ্চিত করা এবং বৈষম্যহীন সমাজ গঠন করা সম্ভব।
এই বর্ণাঢ্য আয়োজনের মাধ্যমে মুরাদনগরের সমবায়ী সমাজ ৫৪তম জাতীয় সমবায় দিবসে তাদের ঐক্য ও সততার অঙ্গীকার পুনর্ব্যক্ত করল। সংবাদ প্রকাশঃ ০২-১১-২০২৫ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like)
আরো পড়ুন