ভূমি সংক্রান্ত বিরোধের জের ধরে মনোহরগঞ্জে বসত বাড়িতে হামলার অভিযোগ

সিটিভি নিউজ।। মনোহরগঞ্জ (কুমিল্লা) সংবাদদাতাঃ
কুমিল্লার মনোহরগঞ্জে ভূমি সংক্রান্ত বিরোধের জের ধরে বসত বাড়িতে
হামলার অভিযোগ পাওয়া গেছে। ২৫ অক্টোবর রাতে উপজেলার ঝলম দক্ষিণ ইউপির ভাটগাঁও গ্রামে
সিরাজুল ইসলামের বাড়িতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ২৮ অক্টোবর মঙ্গলবার মনোহরগঞ্জ থানায়
প্রতিপক্ষ কবির হোসেন গংদের আসামী করে একটি লিখিত অভিযোগ করেন সিরাজুল ইসলাম ।
ভূক্তভোগী সিরাজুল ইসলাম অভিযোগে উল্লেখ করেন, হামলাকারীরা তার
চাচাতো ভাই ও ভাতিজা। গত ৪/৫ বছর আগে উপজেলার ঝলম মৌজায় সাবেক ৩৪৬ ও বর্তমানে
৭৬৮ নং খতিয়ানে ৭৪ নং দাগে ২২ ডিং ভূমি প্রতিবেশী বাচ্চু মিয়া থেকে ক্রয় করে নিজ
নামে সাফ কবলা রেজিষ্টি করেন। কিন্তু তার প্রতিপক্ষ কবির হোসেন গং জোর পূর্বক উক্ত জমি
দখলের পাঁয়তারা ও বিভিন্নভাবে তাদের হুমকী ধামকী দিয়ে আসছিলো। এর জের ধরে গত ২৫
অক্টোবর মধ্যরাতে প্রতিপক্ষ লাঠি, লোহা, রামদা, কুড়াল, চাপাতি নিয়ে আমার বসত ঘরে হামলা
করে। এ সময় তারা আমার রান্নাঘর, বৈদ্যুতিক মিটার, বাড়ীর বাউন্ডারি ভাংচুর ও লুটপাট করে।
তাছাড়া আমার বাড়ি পাশে চাষাবাদকৃত মাছের বেড়িতে বিষ প্রয়োগে মাছ নিধন করে। এতে
প্রায় ২ লক্ষ টাকার ক্ষতিসাধিত হওয়ার কথা জানান তিনি। তাদের এহেন কর্মকান্ডেও তারা ক্ষান্ত
হয়নি বরং এখন আমাকে মেরে ফেলার হুমকী দিচ্ছে।
এ বিষয়ে কথা হলে মনোহরগঞ্জ থানা অফিসার ইনচার্জ বিপুল চন্দ্র দে
অভিযোগ প্রাপ্তির সত্যতা নিশ্চিত করে বলেন এ ঘটনায় আসামীদের বিরুদ্ধে ফৌজদারি
আইনে একটি মামলা হয়েছে। তিনি বলেন বিষয়টি যেহেতু জমি জমা সক্রান্ত সেহেতু উভয়
পক্ষকে আদালতের শরণাপন্ন হওয়ার পরামর্শ দেওয়ার কথা জানান তিনি। সংবাদ প্রকাশঃ ০২-১১-২০২৫ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like)
আরো পড়ুন