আমি আখের গোছাতে রাজনীতিতে আসিনি- শাহ্ আলম

সিটিভি নিউজ, এম আর কামাল, নিজস্ব প্রতিবেদক নারায়ণগঞ্জ : বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও নারায়ণগঞ্জ-৪ আসনের মনোনয়ন প্রত্যাশী শাহ্ আলম বলেছেন,আমি আখের গোছাতে রাজনীতিতে আসিনি। কেউ বলতে পারবে না, আমি কারও এক টাকাও লুন্ঠন করেছি। সমাজের জন্যই আমি কাজ করি। তাই মানুষ আমাকে ভালবাসে। আমি আশাবাদী, দল আমাকে মনোনয়ন দেবে। শুক্রবার (৩১ অক্টোবর) ফতুল্লায় নির্বাচনী প্রচারণার প্রস্তুতি সভায় তিনি এসব কথা বলেন।
শাহ্ আলম আরও বলেন, ‘দলের একটি নির্দেশ ছিল— এক নেতা এক পদ। সেই নির্দেশের প্রতি শ্রদ্ধা রেখে আমি পদ ছেড়েছি। আমি চাই নতুন নেতৃত্ব তৈরি হোক। কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য হিসেবে আমি এখনও দায়িত্ব পালন করছি।’
তিনি আরও বলেন, ‘২০১৮ সালে আন্দোলন সংগ্রামের সময় আমি নেতাকর্মীদের পাশে ছিলাম। আন্দোলন করেছি বলেই আমার বিরুদ্ধে ২৪টি মামলা। আমার মিল-ফ্যাক্টরি বন্ধ হয়ে যাওয়ার উপক্রম হয়েছিল, তবুও আমি দল ছেড়ে যাইনি।’
ব্যক্তিগত ভোগান্তির কথা তুলে ধরে শাহ্ আলম বলেন, ‘আমার ওপর অনেক জুলুম-অত্যাচার হয়েছে। তবুও আমি বিএনপির পতাকা নিয়ে দাঁড়িয়ে আছি। আমাদের নেতা তারেক রহমান বলেছেন, প্রার্থী হবেন তারা যাদের ইমেজ ভালো, যারা দখলবাজি বা চাঁদাবাজির সঙ্গে জড়িত নন। আমি বিশ্বাস করি, আল্লাহ চাইলে এবারও মনোনয়ন পাব।’
তিনি বলেন, ‘বিএনপি ভাল মানুষের দল, সন্ত্রাসী বা চাঁদাবাজদের দল নয়। আমি নির্বাচিত হলে সন্ত্রাস, চাঁদাবাজি ও মাদক ব্যবসায়ীদের প্রশ্রয় দেব না। আমি জীবনে কখনো থানায় তদবির করিনি, কাউকে মিথ্যা মামলা দিইনি। প্রশাসনের কাজে হস্তক্ষেপ করবো না।’
অঙ্গীকারের প্রসঙ্গে শাহ্ আলম বলেন, ‘নির্বাচিত হলে ফতুল্লা ও কুতুবপুর নিয়ে একটি থানা এবং বাকি ইউনিয়নগুলো নিয়ে আরেকটি থানা গঠনের উদ্যোগ নেব। আলীরটেক ও গোগনগর নতুনভাবে যুক্ত হয়েছে— তাদের বিশেষভাবে সহযোগিতা করবো। জলাবদ্ধতা দূর করতে আমি আগেও কাজ করেছি, ভবিষ্যতেও সেটাকেই অগ্রাধিকার দেব।’
সভায় ফতুল্লা থানা বিএনপির সাবেক আহ্বায়ক জাহিদ হাসান রোজেল, নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম পান্না মোল্লা, কুতুবপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি এম আর আকবর, কুতুবপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক তাহের মোল্লা, কুতুবপুর ইউনিয়নের ৯নং ওয়ার্ডের মেম্বার রঞ্জু, নারায়ণগঞ্জ জেলা শ্রমিক দলের সভাপতি মন্টু মেম্বার, কুতুবপুর ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের মেম্বার সোহেল, কাশিপুর ইউনিয়নের নেতা আমিনুল ইসলাম, সালাউদ্দিনসহ আলীরটেক, গোগনগর, বক্তাবলি ইউনিয়ন ও বিভিন্ন ওয়ার্ডের বিএনপি নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। সংবাদ প্রকাশঃ ০১-১১-২০২৫ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like)
আরো পড়ুন