“সকল বিভেদ ভুলে ধানের শীষে ঐক্যবদ্ধ হোন” কালীগঞ্জে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে ফিরোজের আহ্বান

সিটিভি নিউজ।।    মানিক ঘোষ নিজস্ব প্রতিনিধি ======ঝিনাইদহের কালীগঞ্জে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে বর্ণাঢ্য আয়োজনে।
দিনভর নানা কর্মসূচি, র্যালি, আলোচনা সভা ও পোনা মাছ অবমুক্তির মধ্য দিয়ে উদযাপিত হয় এ দিনটি।
মঙ্গলবার (২৮ অক্টোবর) সকালে শহরের কালীবাড়ী মন্দির সংলগ্ন চিত্রা নদীতে মাছের পোনা অবমুক্ত করে দিনব্যাপী কর্মসূচির সূচনা করেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম সম্পাদক সাইফুল ইসলাম ফিরোজ।
পরে উপজেলা ও পৌর যুবদলের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা যুবদলের আহ্বায়ক সুজাউদ্দিন পিয়াল। উপস্থিত ছিলেন পৌর যুবদলের সদস্য সচিব জাহিদুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক মোস্তফা কামাল টিটো, মঞ্জুরুল হক খোকাসহ স্থানীয় নেতাকর্মীরা।
প্রধান অতিথি সাইফুল ইসলাম ফিরোজ বলেন—
আজকের দিনে আমাদের সবচেয়ে বড় দায়িত্ব হলো দলের ভেতর ঐক্য ফিরিয়ে আনা। সকল বিভেদ ভুলে ধানের শীষের পতাকাতলে ঐক্যবদ্ধ হতে হবে। বিএনপি কখনও জনগণ থেকে মুখ ফিরিয়ে নেয়নি, ভবিষ্যতেও নেবে না।দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র রক্ষায় বিএনপির ভূমিকা ইতিহাসে চিরস্মরণীয় থাকবে। যুব সমাজই পারে সেই আদর্শকে টিকিয়ে রাখতে। আমাদের প্রতিটি কর্মই হতে হবে জনগণকেন্দ্রিক ও দেশপ্রেমে উজ্জীবিত।
আলোচনা সভার আগে চিত্রা নদীতে মাছের পোনা অবমুক্ত করে পরিবেশ রক্ষা ও খাদ্য নিরাপত্তার বার্তা ছড়িয়ে দেন নেতৃবৃন্দ।
সামাজিক দায়বদ্ধতার এমন উদ্যোগকে স্থানীয়রা সাধুবাদ জানান।
বর্ণাঢ্য আয়োজনে ছিল আনন্দ ও অনুপ্রেরণার মিশ্রণ। নেতাকর্মীরা হাতে হাতে ধানের শীষের পতাকা তুলে প্রতিজ্ঞা করেন—
“গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় একসঙ্গে লড়বে যুবদল।” সংবাদ প্রকাশঃ ৩১-১০-২০২৫ ইং সিটিভি নিউজ এর  (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like>  See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন=         ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=           
 
			 
				