মুরাদনগরের রেদোয়ান আহমেদ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মনোনীত

সিটিভি নিউজ।।বিল্লাল হোসেন, মুরাদনগর থেকে ঃ=================
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ছাত্রদল কেন্দ্রীয় সংসদের নতুন কমিটিতে গুরুত্বপূর্ণ পদ লাভ করেছেন, কুমিল্লার মুরাদনগরের তরুণ ছাত্রনেতা মোঃ রেদোয়ান আহমেদ। তিনি সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন।
বর্তমানে সে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের মাস্টার্স শ্রেণির শিক্ষার্থী। ছাত্র রাজনীতির দীর্ঘ পথচলায় তার নিষ্ঠা, কর্মদক্ষতা এবং বলিষ্ঠ নেতৃত্বগুণের স্বীকৃতি হিসেবে তাকে এই গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হয়েছে।
কুমিল্লার মুরাদনগর উপজেলার ঘোড়াশাল গ্রামের সন্তান মোঃ রেদোয়ান আহমেদ একটি শিক্ষক পরিবারের সদস্য। তার পিতা আবু জাহেদ মোল্লা ঘোড়াশাল হাজী মুকসত আলী গাউছিয়া ফাজিল মাদ্রাসার শিক্ষক এবং মাতা তৌহিদা আখতার চাঁদ মিয়া মোল্লা ডিগ্রি কলেজের হিসাব সহকারী হিসেবে কর্মরত।
শিক্ষা জীবনে মোঃ রেদোয়ান আহমেদ ২০১৭ সালে ঘোড়াশাল ফাজিল মাদ্রাসা থেকে দাখিল এবং ২০১৯ সালে চাঁদ মিয়া মোল্লা ডিগ্রি কলেজ থেকে এইচএসসি সম্পন্ন করেন। এরপর তিনি উচ্চশিক্ষার জন্য চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগে ভর্তি হন। ছাত্র রাজনীতির পাশাপাশি তিনি নিয়মিতভাবে পাঠাভ্যাস ও সাংগঠনিক কাজে সক্রিয়ভাবে যুক্ত থাকেন।
ইতিমধ্যে, দলের বিভিন্ন স্তরের নেতা-কর্মীরা মোঃ রেদোয়ান আহমেদকে অভিনন্দন জানিয়ে তার সাফল্য কামনা করেছেন। বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে নতুন দায়িত্বপ্রাপ্ত এই নেতার নেতৃত্বে সাংগঠনিক তৎপরতা ও নতুন উদ্দীপনা পরিলক্ষিত হচ্ছে।
মোঃ রেদোয়ান আহমেদ সাংবাদিকদের বলেন, ছাত্রদল চবি শাখার ঐতিহ্য ও আন্দোলনকে তিনি অত্যন্ত গৌরবের চোখে দেখেন। তিনি দৃঢ়তার সাথে উল্লেখ করেন যে, তিনি সংগঠনের নীতি, আদর্শ ও ছাত্রদের অধিকার রক্ষায় সম্পূর্ণ দায়িত্বশীল ভাবে কাজ করতে চান। এই নতুন সুযোগ তাকে সংগঠনের জন্য আরও অনুপ্রেরণা যোগাবে।  সংবাদ প্রকাশঃ ৩১-১০-২০২৫ ইং সিটিভি নিউজ এর  (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like>  See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন=         ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=           
 
			 
				