টেকনাফ সরকারি কলেজে অধ্যক্ষ শামসুল আলমের বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত

সিটিভি নিউজ।। ফরহাদ রহমান রিপোর্টার কক্সবাজার ===========কক্সবাজারের টেকনাফ উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান টেকনাফ সরকারি কলেজে অবসর গ্রহণ উপলক্ষে সাবেক অধ্যক্ষ মোঃ শামসুল আলম-এর সম্মানে এক বর্ণাঢ্য বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
৩০ অক্টোবর ২০২৫ (বৃহস্পতিবার) সকাল ১১টায় কলেজ মাঠে কলেজ কর্তৃপক্ষের আয়োজনে এই বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠান হয়।
অনুষ্ঠানে টেকনাফ সরকারি কলেজের পদার্থ বিভাগের সহকারী অধ্যাপক সন্তোষ কুমার শীল, ইংরেজি বিভাগের প্রভাষক নুরুল ইসলাম, ইসলাম শিক্ষা বিভাগের প্রভাষক শফিকুল ইসলাম, ইংরেজি বিভাগের প্রভাষক মোঃ মঈন উদ্দিন, হিসাববিজ্ঞান বিভাগের প্রভাষক আবদুর রাজ্জাক, ব্যবস্থাপনা বিভাগের প্রভাষক মোঃ রফিক উদ্দিন, সমাজবিজ্ঞান বিভাগের প্রভাষক তাছমিনা আখতার, অর্থনীতি বিভাগের প্রভাষক ফারুক আহমেদ, ব্যবস্থাপনা বিভাগের প্রভাষক আসাদুল ইসলাম, মার্কেটিং বিভাগের প্রভাষক জিয়াউল হক, সমাজবিজ্ঞান বিভাগের প্রভাষক আবু তাহের, প্রভাষক রাবিয়া বেগম, বাংলা বিভাগের প্রভাষক সিরাজুল হক, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রভাষক মোজাম্মেল হক, ইতিহাস বিভাগের প্রভাষক বেলাল উদ্দীন ও প্রাণিবিদ্যা বিভাগের প্রভাষক হাসিনা বেগমসহ কলেজের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বর্তমান অধ্যক্ষ মোঃ গিয়াস উদ্দিন। তিনি বলেন,
> “অধ্যক্ষ শামসুল আলম ছিলেন একজন আদর্শ শিক্ষাবিদ, সৎ ও অনুকরণীয় মানুষ। তাঁর কর্মনিষ্ঠা ও নেতৃত্বে কলেজের এক নতুন অধ্যায় সূচিত হয়েছে।”
অনুষ্ঠানের সঞ্চালনা করেন বাংলা বিভাগের প্রভাষক ফারিয়েল সামিহা। তিনি বিদায়ী অধ্যক্ষের শিক্ষকতা জীবনের স্মৃতিচারণ করে বলেন,
“তিনি ছিলেন শিক্ষার্থীবান্ধব ও মানবিক নেতৃত্বের এক উজ্জ্বল উদাহরণ। তাঁর প্রজ্ঞা ও ধৈর্য আমাদের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে।”
আবেগঘন কণ্ঠে বিদায়ী অধ্যক্ষ মোঃ শামসুল আলম বলেন,
“এই কলেজ আমার জীবনের অবিচ্ছেদ্য অংশ। সহকর্মী, ছাত্রছাত্রী ও এলাকার মানুষের ভালোবাসা আমার জীবনের সবচেয়ে বড় সম্পদ।”
শেষে তাঁকে ফুলেল শুভেচ্ছা, ক্রেস্ট ও সম্মাননা স্মারক প্রদান করা হয়। শিক্ষার্থী ও সহকর্মীরা তাঁর কর্মজীবনের অবদানের প্রশংসা করে ভবিষ্যৎ জীবনের সাফল্য ও সুস্বাস্থ্য কামনা করেন।
 সংবাদ প্রকাশঃ ৩১-১০-২০২৫ ইং সিটিভি নিউজ এর  (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like>  See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন=         ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=           
 
			 
				