ঝিনাইদহ-৪ আসনে এক টেবিলে তিন মনোনয়ন প্রত্যাশী সাবেক এমপি বেল্টুর মৃত্যুবার্ষিকীতে একতা বার্তা

সিটিভি নিউজ।। মানিক ঘোষ, নিজস্ব প্রতিনিধি============
ঝিনাইদহ-৪ আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপির নির্বাহী কমিটির সদস্য আলহাজ্ব এম শহিদুজ্জামান বেল্টুর প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।তবে এদিনের সবচেয়ে আলোচিত বিষয় ছিল এক টেবিলে তিনজন বিএনপির মনোনয়নপ্রত্যাশীর একসাথে বসা, যা উপস্থিত নেতাকর্মীদের মধ্যে আলোচনার ঝড় তোলে।অনুষ্ঠানে একসাথে বসেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম সম্পাদক সাইফুল ইসলাম ফিরোজ,উপজেলা বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক হামিদুল ইসলাম হামিদ এবং জেলা বিএনপির উপদেষ্টা ও সাবেক এমপি মরহুম শহিদুজ্জামান বেল্টুর স্ত্রী মুর্শিদা পারভিন বেল্টু।সাম্প্রতিক সময়ে রাজনৈতিক প্রতিযোগিতার কারণে এদের মধ্যে দূরত্বের কথা শোনা গেলেও, প্রয়াত নেতার স্মরণসভায় তারা এক টেবিলে বসে সৌহার্দ্যের দৃষ্টান্ত স্থাপন করেন।স্থানীয় বিএনপি নেতাকর্মীরা বলেন,আমরা চাই, কালীগঞ্জের এই ঐক্যের দৃশ্য ভোটের মাঠেও দেখা যাক। আজকের ছবিটাই হোক আগামী নির্বাচনের প্রতিচ্ছবি।”বক্তারা প্রয়াত এম শহিদুজ্জামান বেল্টুর রাজনৈতিক প্রজ্ঞা, সংগঠনিক দক্ষতা ও দলের প্রতি নিবেদন স্মরণ করে বলেন,তিনি ছিলেন একজন আদর্শ নেতা যিনি ঐক্য, ত্যাগ ও নেতৃত্বের প্রতীক হয়ে থাকবেন কালীগঞ্জের মানুষের হৃদয়ে।”শেষে মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। সংবাদ প্রকাশঃ ৩১-১০-২০২৫ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like)
আরো পড়ুন