বাঙ্গরায় নিখোঁজের ৬ দিন পর পুকুরে মিলল নার্সারিতে পড়ুয়া শিশুর লাশ পরিকল্পিত হত্যার অভিযোগ

সিটিভি নিউজ।। বিল্লাল হোসেন, মুরাদনগর থেকে ঃ=============
কুমিল্লার মুরাদনগর উপজেলার বাঙ্গরায় এক মর্মান্তিক ঘটনায় আদিবা জাহান মীম (৫) নামে এক শিশুর লাশ উদ্ধার করা হয়েছে। গত শুক্রবার নিখোঁজ হওয়ার পর ছয় দিন ধরে শিশুটির খোঁজ মিলছিল না। বৃহস্পতিবার দুপুরে পাশ্ববর্তী একটি পুকুর থেকে তার লাশ উদ্ধার করা হয়। মীম সীমানার পাড় গ্রামের আবু হানিফ মিয়ার মেয়ে। ধারনা করা হচ্ছে, তাকে হত্যা করে সীমানা পিলার গলায় বেধেঁ পুকুরে ফেলে দেয়। এলাকাবাসী এটিকে একটি পরিকল্পিত হত্যাকাÐ বলে দাবি করছে।
এলাকাবাসী, নিহতের স্বজন ও পুলিশের সাথে কথা বলে জানা যায়, উপজেলার বাঙ্গরা বাজার থানাধীন সীমানারপাড় গ্রামের হানিফ মিয়ার মেয়ে আদিবা জাহান মীম গত ২৪ অক্টোবর শুক্রবার বিকেলে বাড়ি থেকে নিখোঁজ হয়। শিশুটিকে কোথাও খুঁজে না পেয়ে উদ্বিগ্ন পরিবার পরদিন শনিবার বাঙ্গরা বাজার থানায় একটি নিখোঁজের সাধারণ ডায়েরি করেন। এরপর থেকেই পুলিশ ও পরিবারের লোকজন বিভিন্ন স্থানে শিশুটির খোঁজ শুরু করে। দীর্ঘ ছয় দিন পর বৃহস্পতিবার দুপুরে পাশ্ববর্তী দৌলতপুর গ্রামের আব্দুল আলীমের পুকুরে ভাসমান অবস্থায় একটি লাশ দেখতে পেয়ে এলাকাবাসী পুলিশকে খবর দেয়। লাশ উদ্ধারের সময় তার গলায় একটি সীমানা পিলার বাধাঁ ছিল। খবর পেয়ে তার স্বজনরা এসে লাশটি মীমের বলে সনাক্ত করেন। সে দৌলতপুর মাদ্রাসায় নার্সারিতে অধ্যয়নরত ছিল। মেয়ের লাশের খবর পেয়ে মা জান্নাত আক্তারসহ আত্মীয়-স্বজনদের আহাজারিতে এলাকায় শোকের পরিবেশ সৃষ্টি হয়। খবর পেয়ে বাঙ্গরা বাজার থানা পুলিশ দ্রæত ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। সুরতহাল শেষে লাশটি ময়নাতদন্তের জন্য কুমেক হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।
শুক্রবার দুপুরে শিশুটির লাশ পাওয়ার খবর মুহুর্তেই ছড়িয়ে পড়লে এলাকায় শোকের ছায়া নেমে আসে। মেয়ের লাশের খবর পেয়ে মা জান্নাত আক্তার কান্নায় ভেঙে পড়েন। তাঁর ও অন্যান্য আত্মীয়-স্বজনদের আহাজারিতে এলাকার আকাশ-বাতাস যেন ভারি হয়ে ওঠে। স্থানীয়রাও এই নির্মম ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন। পুলিশ ও স্থানীয়রা ধারণা করছেন, নিখোঁজের পরই শিশুটিকে হত্যার পর লাশ গুম করার উদ্দেশ্যে পুকুরে ফেলে দেওয়া হয়েছিল। ময়নাতদন্তের চ‚ড়ান্ত রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।
বাঙ্গরা বাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজুর রহমান বলেন, “আমরা লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ (কুমেক) হাসপাতাল মর্গে পাঠিয়েছি। লাশটি পচে যাওয়ায় আঘাতের চিহ্ন দেখা যায়নি। ময়না তদন্তের পর বিষয়টি নিশ্চিত হওয়া যাবে। প্রাথমিক পর্যবেক্ষণে এটি নিসন্দেহে একটি পরিকল্পিত হত্যাকাÐ বলে প্রতীয়মান হচ্ছে। আমরা ঘটনার তদন্ত শুরু করেছি এবং অভিযুক্তদের গ্রেফতারে অভিযান চলছে। এই ঘটনায় মামলা নেওয়ার জন্য তার পরিবারকে খবর দেওয়া হয়েছে।” সংবাদ প্রকাশঃ ৩০-১০-২০২৫ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=