দেবীদ্বার ভ্রাম্যমান আদালতের অভিযানে ২টি ড্রেজার অপসারণ ও ১০০০ ফুট পাইপ ধ্বংস

সিটিভি নিউজ।। এবিএম আতিকুর রহমান বাশার, দেবীদ্বার (কুমিল্লা) প্রতিনিধি ================
কুমিল্লার দেবীদ্বারে ফসলি জমি ধ্বংস করে অবৈধভাবে মাটি উত্তোলনের অভিযোগে ভ্রাম্যমান আদালতের অভিযানে ২টি ড্রেজার অপসারণ ও এক হাজার ফুট পাইপ ধ্বংস করা হয়েছে।
বৃহস্পতিবার (৩০ অক্টোবর) বিকেল সাড়ে ৪টায় উপজেলার সুবিল ইউনিনের রাঘবপুর গ্রামে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রাকিবুল ইসলামের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে ড্রেজার ব্যবসায়ী মোঃ খোরশেদ আলম ও বাবুল মিয়ার দুটি ড্রেজার অপসারণ এবং এক হাজার ফুট পাইপ ধ্বংস করা হয়।
অভিযানে উপস্থিত ছিলেন দেবীদ্বার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফয়সাল উদ্দিনসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।
স্থানীয় সূত্রে জনিা যায়, সম্প্রতি ওই এলাকায় ফসলি জমি নষ্ট করে অবৈধভাবে ড্রেজার দিয়ে মাটি উত্তোলন করে আসছিল একটি প্রভাবশালী চক্র। অভিযোগের ভিত্তিতে উপজেলা প্রশাসন এ অভিযান পরিচালনা করে।
ড্রেজার ব্যবসায়ী খোরশেদ আলম বলেন, ‘আমার ড্রেজারটি দীর্ঘদিন ধরে বন্ধ অবস্থায় পুকুরে রাখা ছিল। অভিযানে সেটিও ভেঙ্গে ফেলা হয়েছে, এতে আমার লক্ষাধীক টাকার ক্ষতি হয়েছে।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রাকিবুল ইসলাম বলেন, ‘ফসলি জমি ধ্বংস করে অবৈধভাবে ড্রেজার চালানোর অভিযোগে ২টি ড্রেজার অপসারণ ও এক হাজার ফুট পাইপ ধ্বংস করা হয়েছে। ঘটনাস্থলে কাউকে না পাওয়ায় জরিমানা বা আটক করা সম্ভব হয়নি। এ ধরনের অবৈধ কার্যক্রমের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।’
ছবির ক্যাপশনঃ দেবীদ্বারে ভ্রাম্যমান আদালতের অভিযানে ড্রেজার ও পাইপ ধ্বংসের ছবি। সংবাদ প্রকাশঃ ৩০-১০-২০২৫ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like)
আরো পড়ুন