সিটিভি নিউজ।। মনোয়ার হোসেন, কুমিল্লা:সংবাদদাতা জানান ==== কুমিল্লার চৌদ্দগ্রাম বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে চারটি প্রতিষ্ঠানকে মোট ৫৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ সময় অবৈধভাবে দখল করা ফুটপাত উচ্ছেদ, খাবারে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরী ও সংরক্ষণ এবং ট্রেড লাইসেন্স ছাড়া ব্যবসা পরিচালনাসহ বিভিন্ন অনিয়মের অভিযোগে ব্যবস্থা নেওয়া হয়।
বুধবার (২৯ অক্টোবর) বিকেল সাড়ে ৪টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত যৌথভাবে এই অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. জামাল হোসেন এবং সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সৈয়দ সাফকাত আলী। অভিযানে সহায়তা করেন পৌরসভার কর্মকর্তা-কর্মচারী ও মিয়াবাজার হাইওয়ে থানা পুলিশ।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. জামাল হোসেন জানান, স্থানীয় সরকার -পৌরসভা) আইন-২০০৯, দন্ডবিধি ১৮৬০ এবং বাংলাদেশ হোটেল-রেস্তোরাঁ আইন-২০১৪ অনুযায়ী বিভিন্ন অপরাধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এ সময় ফ্রিজে কাঁচা সিঙ্গারা ও রোলের সঙ্গে রক্তমাখা কাঁচা মাংস রাখা, দোকানের অস্বাস্থ্যকর পরিবেশ, ট্রেড লাইসেন্স না থাকা এবং ফুটপাত দখল করে ব্যবসা পরিচালনার অপরাধে ৪টি প্রতিষ্ঠানকে মোট ৫৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া, উল্টো পথে চলাচলকারী তিনটি সিএনজি অটোরিকশা আটক করে মিয়াবাজার হাইওয়ে পুলিশের হেফাজতে দেওয়া হয়। পাশাপাশি চালকদের মধ্যে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে আরো কিছু সিএনজি অটোরিকশাকে মহাসড়কে উল্টে রাখা হয়। সংবাদ প্রকাশঃ ৩০-১০-২০২৫ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=
সম্পাদক ও প্রকাশকঃ ওমর ফারুকী তাপস
মোবাইল: 01711335013
www.ctvnews24.com