কুমিল্লায় বীরমুক্তিযোদ্ধা সমাবেশ অনুষ্ঠিত

সিটিভি নিউজ।। বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের আহবায়ক নাঈম জাহাঙ্গীর বলেছেন,মুক্তিযোদ্ধা জাতির শ্রেষ্ঠ সন্তান। দেশের জন্য নিজের জীবন বাজিরেখে যুদ্ধ করেছেন। তারা কোন ভাতা পাবার আশায় যুদ্ধ করেনি। বর্তমানে বিগত সরকারের আমলে মুক্তিযোদ্ধা ভাতা পাবার লোভে বহু লোক মুক্তিযুদ্ধ না করেও মুক্তিযোদ্ধা সেজেছে। বর্তমানে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিল ও জামুকা মুক্তিযোদ্ধা যাচাই বাছাই করছে। এতে বহু ভূয়া মুক্তিযোদ্ধা ধরা পরতেছে। ৭শভূয়া মুক্তিযোদ্ধা সম্মানহানী ও মামলার ভয়ে স্বেচ্ছায় স্বীকার করে চলেগেছে। বিগত সরকার মুক্তিযোদ্ধা সংসদকে দলীয় করণ করেছিল। তিনি গত ৩০ অক্টোবর কুমিল্লা জেলা শিল্পকলা একডেমী মিলনায়তনে কুমিল্লা জেলা মুক্তিযোদ্ধা সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখছিলেন। বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ, কুমিল্লা জেলা ইউনিটের আহবায়ক বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব নূরে আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন প্রধান বক্তা:বীর মুক্তিযোদ্ধা সাদেক আহমেদ খাঁন সদস্য সচিব, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ, কেন্দ্রীয় কমান্ড কাউন্সিল সংসদ, কেন্দ্রীয় কমান্ড।
বিশেষ অতিথি বীর মুক্তিযোদ্ধা সৈয়দ আবুর বাশার সদস্য সাংগঠনিক, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ,
বীর মুক্তিযোদ্ধা আবদুল্লাহীল কাফী , সন্মানীত সদস্য , বালাদেশ মুক্তিযোদ্ধা সংসদ, কেন্দ্রীয় কমান্ড কাউন্সিল,
বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব নুরুল ইসলাম সম্মানীত সদস্য, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ,ঢাকা। সমাবেশে আরো বক্তব্য রাখেন বীরমুক্তিযোদ্ধা জহিরুল হক দুলাল,বীমুক্তিযোদ্ধা বাহার উদ্দিন রেজা বীরপ্রতিক,কুমিল্লা জেলা কমিটির সদস্য সচিব বীরমুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম ,বীরমুক্তিযোদ্ধা আবদুল মতিন,বীরমুক্তিযোদ্ধা নুরুল ইসলাম নুরু,বীরমুক্তিযোদ্ধা তাজুল ইসলাম ,বীরমুক্তিযোদ্ধা শামসুল আলম,লাকসাম থেকে বীরমুক্তিযোদ্ধা আবুল বাশার। এরআগে জেলা শিল্পকলা একাডেমী থেকে মুক্তিযোদ্ধাদের একটি র‌্যালী বের করা হয়। পরে পবিত্র কোরআন তেলোয়াত ও জাতীয় সংঙ্গীত পরিবেশনের মধ্যদিয়ে অনুষ্ঠান শুরু করা হয়। অনুষ্ঠান উপস্থাপন করেন বীরমুক্তিযোদ্ধা বশিরুল আনোয়ার। সংবাদ প্রকাশঃ ৩০-১০-২০২৫ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like)
আরো পড়ুন