কুমিল্লা সিটি কর্পোরেশনে ১ম নির্বাচিত কাউন্সিলদের নামফলক অপসারণের প্রতিবাদ

সিটিভি নিউজ।। কুমিল্লা সিটি কর্পোরেশনের ১ম নির্বাচিত কাউন্সিলদের নামফলক অপসারণের প্রতিবাদ জানিয়েছেন সাবে কাউন্সলরগণ।
কুমিল্লা সিটি কর্পোরেশনের ১ম নির্বাচিত কাউন্সিলদের নামফলক বাদ দিয়ে পরবর্তীতে ২য় ও ৩য় নির্বাচিত কাউন্সিলদের নামফলক স্থাপনের প্রতিবাদে ক্ষোভ প্রকাশ করেছেন নাগরিক সমাজ ও সংশ্লিষ্ট কাউন্সিলরা।
তাদের দাবি, ২০১২ সালে কুসিকের প্রতিষ্ঠাকালীন প্রথম নির্বাচিত পরিষদের সদস্যরা ছিলেন কুমিল্লা সিটি কর্পোরেশনের ভিত্তি রচনায় গুরুত্বপূর্ণ অংশীদার। তাই তাদের নাম ইতিহাসের অংশ হিসেবে সংরক্ষণ করা উচিত, মুছে ফেলা নয়।
বক্তারা আরও বলেন,
“প্রতিটি পর্যায়ের কাউন্সিলরই সিটি কর্পোরেশনের উন্নয়ন ও নাগরিক সেবার ধারাবাহিক অংশ। পূর্ববর্তী নামফলক বাদ দিয়ে নতুন নামফলক লাগানো ইতিহাস বিকৃতির সামিল।”
বিষয়টির প্রতি সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তার দৃষ্টি আকর্ষণ করেন এবং পূর্বের নামফলক পুনঃস্থাপনের দাবি জানান- সাবেক কাউন্সিলর মোশাররফ হোসেন,মোঃ বিল্লাল,মোঃ হারুন মিয়া, কোহিনুর আক্তার কাকলী, কাইয়ূম খান বাবুল, ও খলিলুর রহমান মজুমদার। সংবাদ প্রকাশঃ ২৮-১০-২০২৫ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like)
আরো পড়ুন