ব্রাহ্মণপাড়ায় বিষপান করে এক তরুণীর আত্মহত্যা

সিটিভি নিউজ।। মোঃ অপু খান চৌধুরী।। সংবাদদাতা জানান ====
কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় ফারহানা আক্তার(১৮) নামে এক তরুণী বিষপান করে আত্মহত্যা করেছে। গত ২৬ অক্টোবর সন্ধ্যায় তার মৃত্যু হয়। মৃত ফারহানা আক্তার উপজেলার চন্দলা ইউনিয়নের ছোট ধুশিয়া গ্রামের আজিজ মেম্বারের বাড়ির মৃত মজিবুর রহমানের মেয়ে। সে দীর্ঘদিন যাবত মানসিক রোগে ভুগছিল।
পারিবারিক সূত্রে জানা যায়, ২৬ অক্টোবর (রবিবার) সন্ধ্যায় ফারহানা আক্তার পরিবারের সবার অগোচরে কীটনাশক জাতীয় ঔষধ (বিষ) পান করে। এ সময় পরিবারের লোকজন বুঝতে পেরে তাকে ব্রাহ্মণপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে তার অবস্থার অবনতি দেখে উন্নত চিকিৎসার জন্য কুমিল্লা মেডিকেল হাসপাতালে রেফার করে। কুমিল্লা হাসপাতালে নেওয়ার পথে টমসন ব্রিজ এলাকায় তার মৃত্যু হয়। পরবর্তীতে তাকে নিয়ে এসে ব্রাহ্মণপাড়া থানায় খবর দিলে, ব্রাহ্মণপাড়া থানার এস আই সুজন আচার্য লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। এ ব্যাপারে ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাজেদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেন। সংবাদ প্রকাশঃ ২৮-১০-২০২৫ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=