কুমিল্লা সিটি কর্পোরেশনের কমিউনিটি সচেতনতামূলক সভা ও বিশেষ পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন

সিটিভি নিউজ।। প্রেস বিজ্ঞপ্তি।। কুমিল্লা, ২৮ অক্টোবর ২০২৫============
কুমিল্লা সিটি কর্পোরেশন (CuCC) ও আরবান ডেভেলপমেন্ট অ্যান্ড সিটি গভার্ন্যান্স প্রজেক্ট (UDCGP)-এর যৌথ উদ্যোগে “কমিউনিটি সচেতনতা বৃদ্ধির জন্য সভা” সফলভাবে অনুষ্ঠিত হয়েছে কুমিল্লা সিটি কর্পোরেশন প্রাঙ্গণ থেকে ধর্মসাগর সিটি পার্ক এবং ওয়ার্ড ১০-এর গুলবাগিচা সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে। এই অনুষ্ঠানের উদ্দেশ্য ছিল নাগরিকদের কঠিন বর্জ্য ব্যবস্থাপনায় অংশগ্রহণ বৃদ্ধি করা এবং একটি পরিচ্ছন্ন ও স্বাস্থ্যকর নগর পরিবেশ গড়ে তোলা।
অনুষ্ঠানটি শুরু হয় নিবন্ধন ও সচেতনতামূলক সামগ্রী (টুপি, টি-শার্ট ও পরিষ্কার-পরিচ্ছন্নতার সরঞ্জাম) বিতরণের মাধ্যমে। এরপর উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কুমিল্লা সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. মামুন, ইউডিসিজিপি (UDCGP)-এর টিম লিডার রেমন্ড গারিসিও গো, এবং বর্জ্য ব্যবস্থাপনা বিভাগের প্রতিনিধিবৃন্দ।
উদ্বোধনের পর অংশগ্রহণকারীরা বিশেষ পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান ও সচেতনতামূলক স্টিকার বিতরণ কর্মসূচিতে অংশগ্রহণ করেন। তারা কুমিল্লা সিটি কর্পোরেশন থেকে গুলবাগিচা প্রাথমিক বিদ্যালয় পর্যন্ত ব্যানার হাতে একত্রে পদযাত্রা করেন এবং আশেপাশের দোকানদার ও স্থানীয়দের মাঝে স্টিকার বিতরণ করেন। কুমিল্লা সিটি কর্পোরেশনের কনজারভেন্সি টিম এলাকাটির গুরুত্বপূর্ণ বর্জ্য হটস্পটগুলোতে পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করে।
এরপর বিদ্যালয় প্রাঙ্গণে একটি ইন্টারেক্টিভ কমিউনিটি সেশন অনুষ্ঠিত হয়, যেখানে অংশগ্রহণকারীরা বর্জ্য পৃথকীকরণ, উৎস পর্যায়ে বর্জ্য ব্যবস্থাপনার গুরুত্ব এবং অনুপযুক্ত বর্জ্য ব্যবস্থাপনার স্বাস্থ্য ও পরিবেশগত প্রভাব সম্পর্কে ধারণা লাভ করেন। অংশগ্রহণকারীদের মাঝে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয় এবং “বর্জ্য বাছাই খেলা” আয়োজন করা হয়, যাতে কমিউনিটি সদস্যরা হাতে-কলমে শিখতে পারেন।
একই সময়ে বিদ্যালয়ের শিক্ষার্থীরা “পরিচ্ছন্ন ও সবুজ কুমিল্লা” শীর্ষক চিত্রাঙ্কন প্রতিযোগিতায় অংশ নেয়। উভয় প্রতিযোগিতাই কুমিল্লা সিটি কর্পোরেশন ও ইউডিসিজিপি (UDCGP)-এর কর্মকর্তারা ও বিশেষজ্ঞরা বিচার করেন।
অনুষ্ঠানের শেষে অনুষ্ঠিত হয় পুরস্কার বিতরণী অনুষ্ঠান, যেখানে চিত্রাঙ্কন ও বর্জ্য বাছাই প্রতিযোগিতায় সেরা তিন বিজয়ীদের স্বর্ণ, রৌপ্য ও ব্রোঞ্জ পুরস্কার প্রদান করা হয়। কুমিল্লা সিটি কর্পোরেশনের প্রশাসক জনাব শাহ আলম ও ইউডিসিজিপি প্রতিনিধিবৃন্দ পুরস্কার বিতরণ ও বর্জ্য বাছাইয়ের রঙিন বিন ও রিকশা ভ্যান হস্তান্তর অনুষ্ঠানে সমাপনী বক্তব্য প্রদান করেন। তারা পরিচ্ছন্ন শহর গড়তে নাগরিকদের ধারাবাহিক অংশগ্রহণ ও দায়িত্বশীলতার ওপর গুরুত্ব আরোপ করেন। শেষে সকল অংশগ্রহণকারীদের মধ্যে মধ্যাহ্নভোজ বিতরণ করা হয়।
এই উদ্যোগ কুমিল্লা সিটি কর্পোরেশনের নাগরিক সচেতনতা বৃদ্ধি, উৎস পর্যায়ে বর্জ্য পৃথকীকরণ প্রচার এবং টেকসই বর্জ্য ব্যবস্থাপনার জন্য নাগরিক ও স্থানীয় প্রশাসনের মধ্যে সমন্বয় জোরদারের অঙ্গীকারের প্রতিফলন। সংবাদ প্রকাশঃ ২৮-১০-২০২৫ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=