সিটিভি নিউজ। কুমিল্লা প্রতিনিধি ।।==========
কুমিল্লা আদর্শসদরের আমতলি কালি মন্দিরের জায়গা দখলের অভিযোগ এনে মানববন্ধন ও বিক্ষোভ করেছেন হিন্দু ধর্মাবলম্বীসহ স্থানীয় মানুষেরা।
মঙ্গলবার সকালে সচেতন এলাকাবাসি ও কালিবাড়ি পূজা কমিটির আয়োজনে আমতলি কালিবাড়ির সামনে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়। এসসময় মন্দির কমিটির সদস্যদের প্রাণনাশের হুমকির প্রতিবাদ জানান তারা।
মানববন্ধনে হিন্দু ধর্মাবলম্বী লোকজনদের সাথে স্থানীয় মানুষেরা এতে একাত্মতা প্রকাশ করলে মানববন্ধনটি দীর্ঘায়িত হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন বাদল চন্দ্র শীল, হারাধন চন্দ্র শীল, হৃদয় চন্দ্র শীল, সুরেশ চন্দ্র শীল, অর্জুন চন্দ্র শীল, আব্দুল মালেক, মোহাম্মদ আয়াত আলী, মোহাম্মদ গিয়াস উদ্দিনসহ অনেকে।
হিন্দুধর্মালম্বী ও স্থানীয়রা বলছেন-বৃটিশ আমল থেকে স্থানীয়রাও জানেন এই জায়গা পুকুর কালিবাড়ি সম্পত্তি।তবে হঠাৎ করে দেশের পট পরিবর্তনের কালে পুকুরপাড়ে সড়কের পাশে ইটের প্রাচীর নির্মাণের জন্য ফিলার করছে ওই স্থানের পাশ্ববর্তীরা। তবে বিষয়টি প্রশাসনকে বলা হলেও প্রশাসন কর্ণপাত করেনি।
মানববন্ধনে বক্তারা বলেন, আমতলী সর্বজনীন কালী মন্দিরের ভূমিটি বহু বছর ধরে হিন্দু সম্প্রদায় পূজার্চনার কাজে ব্যবহার করে আসছিল। কালীবাড়িটি আরএস, সিএস খতিয়ানে চূড়ান্তভাবে নথিভুক্ত রয়েছে। কিন্তু পাশ্ববর্তী নজরুল নামে এক ব্যাক্তি কালীবাড়ির জায়গা দখলে নিতে চাচ্ছেন বলে অভিযোগ স্থানীয়দের। পরে একটি বিক্ষোভ মিছিল বের করে এলাকাবাসী। সংবাদ প্রকাশঃ ২৮-১০-২০২৫ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=
সম্পাদক ও প্রকাশকঃ ওমর ফারুকী তাপস
মোবাইল: 01711335013
www.ctvnews24.com