কুমিল্লায় বর্ণাঢ্য আয়োজনে যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেছে জেলা ও মহানগর যুবদলের নেতাকর্মীরা

সিটিভি নিউজ।। নেকবর হোসেন কুমিল্লা প্রতিনিধি ============
কুমিল্লা বিভাগীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ সেলিম ভূঁইয়া বলেছেন, ‘নির্বাচনকে বানচাল করতে ষড়যন্ত্র চলছে। দেশের সকল আন্দোলন-সংগ্রামে সর্বশেষ ২০২৪-এর আন্দোলনে যুবদলই যথেষ্ঠ ভূমিকা রেখেছে। তারুণের অহংকার বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন যে দল যাকেই মনোনয়ন দিবে তারঁ পক্ষে কাজ করতে হবে। তাই আগামীর নির্বাচনে ধানের শীষ প্রতীককে বিজয়ী করতে যুবদলকে মুখ্য ভূমিকা পালন করতে হবে।’
সোমবার (২৭ অক্টোবর) বিকালে কুমিল্লা নগরের টাউনহল মাঠের মুক্ত মঞ্চে যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকীর সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
অধ্যক্ষ সেলিম ভূঁইয়া বলেন, ‘যুবদলের উপর যতো নির্যাতন-নিপীড়ন হয়েছে তাদেরকে থামানো যায়নি, আজকে, তারেক রহমান ৩১দফার এক কোটি বেকার শিক্ষিত যুবকের কর্মসংস্থানের শপথ নিয়েছেন। একটি নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখেছেন। নির্বাচন বানচালের ষড়যন্ত্র মোকাবিলায় যুবদল নেতাকর্মীদের সর্তক থাকার আহবান জানান।’
পরে বেলূন উড়িয়ে দক্ষিণ জেলা যুবদলের আয়োজনে বর্ণাঢ্য র‌্যালির উদ্বোধন করেন।
এর আগে নগরের কান্দিরপাড় ভিক্টোরিয়া কলেজ দলীয় কায্যালয়ের সামনে বেলূন উড়িয়ে মহানগর যুবদলের আয়োজনে প্রতিষ্ঠাবার্ষিকীর বর্ণাঢ্য র‌্যালি উদ্ভোধন করা হয়। বর্ণাঢ্য র‌্যালিটি নগরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
র‌্যালিতে ভ্যানগাড়িতে কৃষক আর ধানে ফলসের মাঠে ধান গাছের ওপর নজর ছিলো সবার।
সমাবেশ ও ব্যালিতে মহানগর বিএনপির সভাপতি উৎবাদুল বারি আবু, জেলা বিএনপির সাধারণ সম্পাদক আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম,জেলা বিএনপির সহ-সভাপতি আমিরুজ্জামান আমির, কুমিল্লা দক্ষিণ জেলা যুবদলের আহ্বায়ক মো: আনোয়ারুল হক ও সদস্য সচিব ফরিদ উদ্দিন শিবলু, কুমিল্লা মহানগর যুবদলের আহবায়ক ফয়সালুর রহমান পাভেল,যুগ্ন আহবায়ক রিয়াজ উদ্দিন, সদস্য সচিব রোমান হাসান।
সমাবেশ ও র‌্যালিতে জেলার বিভিন্ন উপজেলা ও মহানগরের ২৭টি ওয়ার্ড থেকে বিপুল সংখ্যক নেতা-কর্মীরা অংশ নেন । সংবাদ প্রকাশঃ ২৭-১০-২০২৫ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like)
আরো পড়ুন