মুরাদনগরের রামচন্দ্রপুরে সোনা মিয়া মোল্লা স্মৃতি ফুটবল টুর্ণামেন্ট উদ্বোধন

কুমিল্লার মুরাদনগর উপজেলার রামচন্দ্রপুরে ‘সোনা মিয়া মোল্লা স্মৃতি ফুটবল টুর্ণামেন্ট’ উদ্বোধন করেন, অনুষ্ঠানের প্রধান অতিথি সোনা মিয়া মোল্লা দারুল উলুম দাখিল ও হাফিজিয়া মাদ্রাসার প্রতিষ্ঠাতা হাজী গোলাম মহিউদ্দিন মোল্লা।

সিটিভি নিউজ।। বিল্লাল হোসেন, সংবাদদাতা মুরাদনগর থেকে ঃ===
বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে কুমিল্লার মুরাদনগর উপজেলার রামচন্দ্রপুর স্পোর্টস ক্লাব হোম গ্রাউন্ড মাঠে গত বৃহস্পতিবার বিকেলে শুরু হলো বহু প্রতীক্ষিত ‘সোনা মিয়া মোল্লা স্মৃতি ফুটবল টুর্ণামেন্ট’। উদ্বোধনী এই আয়োজনে ক্লাবের পক্ষ থেকে সমাজ থেকে মাদক ও অসামাজিক কার্যকলাপ প্রতিহত করার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, সোনা মিয়া মোল্লা দারুল উলুম দাখিল ও হাফিজিয়া মাদ্রাসার প্রতিষ্ঠাতা হাজী গোলাম মহিউদ্দিন মোল্লা। বিশেষ অতিথি ছিলেন, আকাব্বরের নেছা বালিকা উচ্চ বিদ্যালয়ের সাবেক সভাপতি হাজী শাহজাহান এবং রামকান্ত উচ্চ বিদ্যালয়ের সভাপতি মজিবুর রহমান। প্রধান পৃষ্ঠপোষক ছিলেন, রামচন্দ্রপুর স্পোর্টস ক্লাবের উপদেষ্টা আবদুছ সাত্তার সরকার বাবু।
রামচন্দ্রপুর স্পোর্টস ক্লাবের সভাপতি মোল্লা সফিকুল ইসলামের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোল্লা এন আই সজলের প্রাণবন্ত সঞ্চালনায় টুর্ণামেন্টটির সার্বিক তত্ত¡াবধানে ছিলেন, স্পোর্টস ক্লাবের সহসভাপতি তানবীর আহমেদ সোহেল, সুজন মিয়া, হাবিবুর রহমান, নূর মোহাম্মদ, সাইমন মোল্লা, সজীব, তামিম, তোয়াছিন, সাইফ মোল্লা, বাবু, ইয়াছিন, সিয়াম, নাজিম, রমজান, কাউছারসহ এলাকার আরো গণ্যমান্য ব্যক্তিবর্গ। তাদের সম্মিলিত প্রচেষ্টায় এই টুর্নামেন্টটি সফলভাবে শুরু হলো, যা স্থানীয় ক্রীড়াঙ্গনে নতুন উদ্দীপনা সৃষ্টি করেছে।
অনুষ্ঠানে ক্লাবের লক্ষ্য ও উদ্দেশ্য তুলে ধরে বক্তারা বলেন, খেলাধুলা কেবল বিনোদন নয়, এটি সমাজ উন্নয়নের একটি শক্তিশালী মাধ্যম। রামচন্দ্রপুর স্পোর্টস ক্লাবের মূল লক্ষ্য ও উদ্দেশ্য হলো সমাজ থেকে মাদক ও অসামাজিক কার্যকলাপ প্রতিহত করাসহ সমাজ উন্নয়নে নানাবিধ গুরুত্বপূর্ণ ভ‚মিকা রাখা।
টুর্ণামেন্টের মধ্য দিয়ে রামচন্দ্রপুরের যুবকরা সুস্থ বিনোদনের সুযোগ পাবে এবং একই সাথে সমাজ গঠনে ইতিবাচক ভ‚মিকা রাখবে বলে আয়োজকরা আশা প্রকাশ করেন। সংবাদ প্রকাশঃ ২৫-১০-২০২৫ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like)
আরো পড়ুন