‘বস্তুনিষ্ঠতার কারণে শত প্রতিকূলতা মাড়িয়ে নয়া দিগন্ত টিকে আছে’

সিটিভি নিউজ।। শনিবার (২৫ অক্টোবর) সকালে কুমিল্লা নজরুল ইনস্টিটিউট মিলনায়তনে দৈনিক নয়া দিগন্তের ২১ বছর পূর্তি উদযাপন অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেন। বস্তুনিষ্ঠতার কারণেই শত প্রতিকূলতা মাড়িয়ে দৈনিক নয়া দিগন্ত টিকে আছে। সত্যের প্রতি অবিচল থেকে নতুন বাংলাদেশ বিনির্মাণে কাজ করবে নয়া দিগন্ত। এগিয়ে যাবে তার স্বপ্ন পূরণের দিকে। শনিবার (২৫ অক্টোবর) সকালে কুমিল্লা নজরুল ইনস্টিটিউট মিলনায়তনে দৈনিক নয়া দিগন্তের ২১ বছর পূর্তি উদযাপন অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেন। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. মো: হায়দার আলী। তিনি বলেন, ‘আল্লাহ কোরআনে বলেছেন, তোমরা জেনে-শুনে সত্যকে গোপন করো না। সত্যকে মিথ্যার সাথে মিশিয়ে দিও না। এটা মানলে সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করতে হবে। সাদাকে সাদা এবং কালোকে কালো বলতে হবে। সত্যকে সাংবাদিকরা উদঘাটন করেন। সত্যনিষ্ঠ সাংবাদিকদের কোনো দল নেই।’

প্রধান বক্তার বক্তব্যে কুমিল্লা মহানগর জামায়াতের আমির কাজী দ্বীন মোহাম্মদ বলেন, ‘বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা মীর কাশেম আলীকে ফ্যাসিস্ট সরকার বিচারের নামে প্রহসন করে ফাঁসি দিয়েছেন। আমরা তার রূহের মাগফেরাত কামনা করছি। তার মৃত্যুর মাধ্যমে দেশের অর্থনীতিতে বড় ধরনের ক্ষতি হয়ে গেছে। সাংবাদিকদের সাহসিকতার মাধ্যমে সত্যকে তুলে ধরতে হবে।’

কুমিল্লা জেলা প্রতিনিধি হাবিবুর রহমান চৌধুরীর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. আবদুল হাকিম, কুমিল্লা সদর দক্ষিণ সার্কেল সহকারী পুলিশ সুপার মো: মোস্তাইন বিল্লাহ ফেরদৌস, কুমিল্লা প্রেসক্লাব সভাপতি কাজী এনামুল হক ফারুক।

বক্তব্য রাখেন, কুমিল্লা প্রেসক্লাব সাধারণ সম্পাদক জাহিদ হাসান, এবি পার্টির কুমিল্লা জেলা আহ্বায়ক মিয়া মোহাম্মদ তৌফিক, কুমিল্লা টাউনহলের সদস্য সচিব সাজ্জাদুল কবির, বিশিষ্ট ব্যবসায়ী এ কে এম লুৎফুর রহমান রিপন, কুমিল্লা মহানগর শিবির সেক্রেটারি নাজমুল হাসান পঞ্চায়েত, এখন টিভি কুমিল্লা ব্যুরো প্রধান খালেদ সাইফুল্লাহ, প্রথম আলো কুমিল্লা প্রতিনিধি আবদুর রহমান, সাংবাদিক কল্যাণ পরিষদ, কুমিল্লার সভাপতি ওমর ফারুকী তাপস, এনটিভি কুমিল্লা প্রতিনিধি মাহফুজ নান্টু, আমার দেশ কুমিল্লা প্রতিধি এম হাসান, এনসিপি কুমিল্লা মহানগর যুগ্ম আহ্বায়ক রাশেদুল হাসান, কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ শিবির সভাপতি মনির হোসেন, আকাশ টিভির মহিউদ্দিন আকাশ, সাংবাদিক আবু সাঈদ, সাংবাদিক শাহীন আলম, সাংবাদিক বিল্লাল হোসেন, সাংবাদিক আয়েশা আক্তার, নয়া দিগন্ত দাউদকান্দি প্রতিনিধি হানিফ খান, নাঙ্গলকোট প্রতিনিধি সাইফুল ইসলাম, লাকসাম প্রতিনিধি মিজানুর রশিদ, দেবিদ্বার প্রতিনিধি ফখরুল ইসলাম সাগর, চৌদ্দগ্রাম প্রতিনিধি সিরাজুল ইসলাম ফরায়েজী, টেকনো ডট কমের বাবু প্রমুখ।

অনুষ্ঠানে জুলাই বিপ্লবে শহীদ হামিদুর রহমান সাদমানের মা কাজী শারমিন আক্তারের হাতে সম্মাননা স্মারক তুলে দেয়া হয়। কুমিল্লা মহানগরের ২০ জন হকারকে আর্থিক সহায়তা দেয়া হয়। সংবাদ প্রকাশঃ ২৫-১০-২০২৫ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like)
আরো পড়ুন