সিটিভি নিউজ, এম আর কামাল, নিজস্ব প্রতিবেদক, নারায়ণগঞ্জ : বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতে ৩১ দফার প্রচারণার অংশ হিসেবে শনিবার (২৫ অক্টোবর) দিনব্যাপী সোনারগাঁয়ের পঞ্চমী ঘাট উচ্চ বিদ্যালয়ে ফ্রী মেডিকেল ক্যাম্প পরিচালিত হয়েছে।
নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদ এর ব্যবস্থাপনায় অনুষ্ঠিত হয় এই ফ্রী মেডিকেল ক্যাম্প। ৯ জন বিশেষজ্ঞ চিকিৎসক এখানে চিকিৎসা সেবা দিচ্ছেন। রোগীদের প্রয়োজনীয় ঔষধ, চশমা ফ্রি দেওয়া হচ্ছে।
পঞ্চমীঘাট উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি সহকারী অধ্যাপক মনিরুজ্জামান ভুঁইয়ার সভাপতিত্বে উদ্বোধনী সংক্ষিপ্ত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক মামুন মাহমুদ বলেছেন, চিকিৎসা ব্যবস্থা পিছিয়ে গিয়েছে। প্রান্তিক মানুষের কাছে এই সেবা পৌঁছানোর জন্য আমার পক্ষ থেকে এই ক্ষুদ্র চেষ্টা। এটা সোনারগাঁওয়ে প্রতিটি ইউনিয়নে এই কার্যক্রম চলমান রাখবো।
তিনি বলেন, আমাদের নেতা তারেক রহমান বলেছেন ৩১ দফা বাস্তবায়ন হলে সবার জন্য স্বাস্থ্য ব্যবস্থা নিশ্চিত করা হবে। সবার জন্য শিক্ষা ব্যবস্থা নিশ্চিত করা হবে। সবার জন্য ভালো চিকিৎসা ব্যবস্থা ও শিক্ষা ব্যবস্থা করা হবে। বর্তমানে কিন্তু ডেঙ্গুর আবির্ভাব ঘটেছে। ডেঙ্গু রোগীদের কিন্তু সঠিকভাবে চিকিৎসা সেবা দিতে পাচ্ছে না হাসপাতাল গুলোতে । তখন বুঝা যায় কি ধরনের অব্যবস্থাগুলো রয়েছে আমাদের হাসপাতাল গুলোতে। করোনা কালীন করোনা টিকা নিয়ে কি পরিমাণ দুর্নীতি তারা করেছিল। তারা দেশ থেকে ২৮ লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করেছে। এই টাকা প্রবাসী শ্রমিক এবং মেহনতি মানুষের কষ্টার্জিত টাকা ছিল।
মামুন মাহমুদ বলেন, আমরা শুধু কথার মধ্য দিয়ে না কাজের মাধ্যমে প্রমাণ করতে চাই বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রত্যেকটা নেতা-কর্মী মানুষের পাশে থাকার চেষ্টা করেন। করোনা কালীন সময়েও আমরা আপনাদের পাশে ছিলাম। আমরা সব সময় আপনাদের পাশে আছি এবং থাকব সেই মানসিকতা নিয়ে কিন্তু আপনাদের পাশে স্বাস্থ্যসেবা নিয়ে এসেছি। আমি উদ্বেগ নিয়েছি ঠিকই কিন্তু এখানে সব ধরনের সহযোগিতা করছেন ডাক্তাররা। তারা যদি আমাকে সহযোগিতা না করতো তাহলে কিন্তু এই ধরনের কাজ আমার করা সম্ভব হতো না। সুতরাং এখানে আমাদের প্রত্যেকের সহযোগিতা ও আন্তরিকতা দেখাচ্ছে বলেই আজকে এত বড় একটা কাজ করা সম্ভব হচ্ছে।
বক্তব্য রাখেন সোনারগাঁ উপজেলা বিএনপি সাংগঠনিক সম্পাদক জনাব কামরুজ্জামান ভুইয়া মাসুম, নারায়ণগঞ্জ জেলা বেসরকারি ক্লিনিক মালিক সমিতির সভাপতি ডা: মজিবুর রহমান সোনারগাঁ কাজী ফজলুল হক উইমেন্স কলেজ এর সহযোগিতা অধ্যাপক বদরুন নাহার
বিশিষ্ট চর্মরোগ ও বার্ণ প্লাস্টিক সার্জারি বিশেষজ্ঞ ডা: আমিনুল ইসলাম, মুগধা মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী অধ্যাপক ডা: মো: ফরহাদ হাসান চৌধুরী।
উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক নজরুল ইসলাম বাবুল, নারায়ণগঞ্জ মহানগর শ্রমিক দলের ভারপ্রাপ্ত সভাপতি মনির মল্লিক, সোনারগাঁও উপজেলা বিএনপি'র যুগ্ম সাধারণ সম্পাদক মো: মোসলেহ উদ্দিন, জেলা তাঁতীদলের সহ-সভাপতি ইসমাইল শিকদার, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র দলের সহ-সাংগঠনিক সম্পাদক সাকের আহমেদ সোহান, প্রভাষক রোমানা জাহান বন্যা, সোনারগাঁ কাজী ফজলুল হক উইমেন্স কলেজের অধ্যাপক জাহাঙ্গীর আলম, প্রভাষক রোজিনা আক্তার, উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ জাহাঙ্গীর আলম, সাদীপুর ইউনিয়ন ইউনিয়ন বিএনপি'র যুগ্ম সম্পাদক রফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আল-আমিন, সনমানদী ইউনিয়ন বিএনপি'র সহ সভাপতি সুরুজ মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক শাহিন মিয়া, ৯ নং ওয়ার্ড বিএনপি'র সভাপতি আবু বক্কর, ৮ নং ওয়ার্ড বিএনপির সভাপতি শামসুল আলম, সনমানদী ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহ-সভাপতি মো : কামরুল, সাদিপুর ইউনিয়ন শ্রমিক দলের সাধারণ সম্পাদক মোজাম্মেল হোসেন ভুট্টু, ৮ নং ওয়ার্ড শ্রমিক দলের সভাপতি মামুন প্রধান, ৭নং ওয়ার্ড যুবদল সভাপতি মহসিন সরকার, সহ-সভাপতি মো: জাকির হোসেন প্রমূখ। সংবাদ প্রকাশঃ ২৫-১০-২০২৫ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=
সম্পাদক ও প্রকাশকঃ ওমর ফারুকী তাপস
মোবাইল: 01711335013
www.ctvnews24.com