চৌদ্দগ্রামে তুলাপুষ্কুরণী সমাজ কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে এসএসসি ও দাখিল পরীক্ষায় উত্তীর্ণদের সংবর্ধনা প্রদান

সিটিভি নিউজ।। মনোয়ার হোসেন, কুমিল্লা:সংবাদদাতা জানান =====
কুমিল্লার চৌদ্দগ্রামে তুলাপুষ্কুরণী সমাজ কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে ঘোলপাশা ইউনিয়নের এসএসসি, দাখিল ও সমমানের পরীক্ষায় উত্তীর্ণদের সংবর্ধনা প্রদান করা হয়েছে।

শনিবার (২৫ অক্টোবর) সকালে উপজেলার সলাকান্দি জি.সি উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চৌদ্দগ্রাম উপজেলা নির্বাহী অফিসার মো: জামাল হোসেন। প্রধান বক্তা ছিলেন চৌদ্দগ্রাম থানার অফিসার ইনচার্জ হিলাল উদ্দিন আহমেদ। বিশেষ অতিথি ছিলেন চৌদ্দগ্রাম উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এ. কে. এম. মীর হোসেন, চৌদ্দগ্রাম উপজেলা সমবায় অফিসার মোহাম্মদ মোবারক হোসেন। আমন্ত্রিত অতিথি ছিলেন গ্রামীণ ব্যাংকের সাবেক মহা ব্যবস্থাপক আ. ন. ম বজলুর রহমান।

তুলাপুষ্কুরণী সমাজ কল্যাণ ফাউন্ডেশনের সভাপতি এ টি ইও আবুল কাশেমের সভাপতিত্বে ও তুলাপুষ্কুরণী সমাজ কল্যাণ ফাউন্ডেশনের যুগ্ম সাধারণ সম্পাদক নুরুল ইসলাম হিরক ও কার্যকরী কমিটির সিনিয়র সহ-সভাপতি সাইফুল ইসলাম সবুজের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন তুলাপুষ্কুরণী সমাজ কল্যাণ ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক আব্দুর রহিম ও কার্যকরী কমিটির সভাপতি প্রভাষক মো: একরামুল হক।

অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, তুলাপুষ্কুরণী সমাজ কল্যাণ ফাউন্ডেশনের উপদেষ্টা মো: রিয়াজ উদ্দিন মেম্বার, সলাকান্দি জি.সি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোবারক হোসেন, তুলাপুষ্কুরণী সমাজ কল্যাণ ফাউন্ডেশনের উপদেষ্টা ও আয়কর আইনজীবী আব্দুল হামিদ তালুকদার, সলাকান্দি জি.সি উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক হিরনময় দে বাবুল, তুলাপুষ্কুরণী সমাজ কল্যাণ ফাউন্ডেশনের কার্যকরী কমিটির সাংগঠনিক সম্পাদক রেজাউনুল হক রিয়ন, সাধারণ সম্পাদক ইলিয়াস মিয়াজী, সলাকান্দি জি.সি উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক পরিমল দত্ত, বিশিষ্ট সমাজ সেবক কলিমুল্লাহ, নাসরুম মিনাল্লা ফাউন্ডেশনের পরিচালক হেলাল মজুমদার, বাবুর্চি দারুচ্ছুন্নাৎ দাখিল মাদ্রাসার সহকারী শিক্ষক মাওলানা বেলাল হোসেন, নারায়ণপুর মহিলা দাখিল মাদ্রাসার সুপার মাওলানা আবু তাহের, ধনসারা ইসলামিয়া ফাজিল (ডিগ্রি) মাদ্রাসার প্রিন্সিপাল আব্দুল জলিল মিয়াজি, সোনালী ব্যাংকের প্রিন্সিপাল অফিসার অর্পন পাল, জিপিএ ৫ প্রাপ্ত শিক্ষার্থী তাজমুন নাহার জান্নাত, ফাহাদ বিন আফরোজ, রেজাউল রহিম রাফী, সলাকান্দি জি.সি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী নুসরাত জাহান নিশাত, মো: আবির।

অনুষ্ঠানে এসময় আরো উপস্থিত ছিলেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকা, কৃতি শিক্ষার্থী ও তাদের অভিভাবকেরা।

উল্লেখ্য, অনুষ্ঠানে ঘোলপাশা ইউনিয়নের মোট ১৪১ জন কৃতি শিক্ষার্থীকে ক্রেস্ট প্রদানের মাধ্যমে সংবর্ধনা দেওয়া হয়। উক্ত অনুষ্ঠানে অর্থিক সহযোগিতা করেন গ্রামবাসী ও অত্র এলাকার প্রবাসীরা। সংবাদ প্রকাশঃ ২৫-১০-২০২৫ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like)
আরো পড়ুন