সিটিভি নিউজ।। কুমিল্লার চান্দিনা উপজেলার মাধাইয়া ইউনিয়নের নাওতলা শাপলা কিন্ডারগার্ডেনে ভ্রাম্যমাণ ব্লক প্রিন্ট যুব প্রশিক্ষণের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (২৪ অক্টোবর) বিকেল সাড়ে ৩টায় উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে ৩০ জন কর্ম প্রত্যাশী যুব মহিলার উপস্থিতিতে এ প্রশিক্ষণের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. ফরহাদ আলম খান। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, চান্দিনা যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে এক সপ্তাহব্যাপী এই প্রশিক্ষণে অংশগ্রহণকারীরা ব্লক প্রিন্ট বিষয়ে হাতে-কলমে দক্ষতা অর্জন করবেন। প্রশিক্ষণ শেষে প্রত্যেককে প্রশিক্ষণ ভাতা ও সনদ প্রদান করা হবে। এই দক্ষতা কাজে লাগিয়ে তারা উদ্যোক্তা হিসেবে আত্মনির্ভর হতে পারবেন। প্রয়োজনে যুব ঋণ গ্রহণের মাধ্যমে নিজেদের ব্যবসা সম্প্রসারণও করতে পারবেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা হাবিবুর রহমান, ঊষা যুব মহিলা সংস্থার নির্বাহী পরিচালক বিলকিস আক্তার প্রমুখ।
প্রশিক্ষণে অংশ নেওয়া যুব মহিলারা জানান, এ ধরনের কর্মমুখী প্রশিক্ষণ তাদের স্বাবলম্বী হওয়ার পথে কার্যকরী ও সহায়ক ভূমিকা রাখবে বলে বিশ্বাস করি।
সম্পাদক ও প্রকাশকঃ ওমর ফারুকী তাপস
মোবাইল: 01711335013
www.ctvnews24.com