কুমিল্লা বিভাগ বাস্তবায়নের দাবিতে সম্মিলিত স্বেচ্ছাসেবী ফোরামের মানববন্ধন ও সমাবেশ

সিটিভি নিউজ।। স্টাফ রিপোর্টার। কুমিল্লা বিভাগের দাবিতে নগরের কান্দিরপার পূবালী চত্বরে আজ ২৪ অক্টোবর বিকেলে কুমিল্লার সম্মিলিত স্বেচ্ছাসেবী ফোরামের আয়োজিত মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
উক্ত মানববন্ধন ও সমাবেশের সমাপনী বক্তব্য রাখেন কুমিল্লার সামাজিক সাংস্কৃতিক কল্যাণমুখী সংগঠন ” একতাই শক্তি”র প্রধান উপদেষ্টা ও এটিএন নিউজের কুমিল্লা জেলা প্রতিনিধি সাংবাদিক হুমায়ুন কবির জীবন।
মানববন্ধনে বক্তব্য রাখেন সেইভ দ্যা হিউমেন সোসাইটির প্রধান নির্বাহী ও সমাজসেবক গোলাম সামদানী, কুমিল্লা মহানগর ব্লাড ডোনার্স সোসাইটির সভাপতি ফয়েজ আহমেদ মুন্সী, সমাজকর্মী আব্দুল হান্নান, কাতার প্রবাসী
জাকির হোসেন ভূঁইয়া, সাংবাদিক শরীফ সরকার ,
স্বেচ্ছাসেবী হাসান আলি খোকন, সমাজসেবী সত্যাধিকারী রেখা গার্মেন্টসের মোঃ রকি, কুমিল্লা মহানগর ব্লাড ডোনার্স সোসাইটি হোসাইন শাকিল শাহাদাত, একতাই শক্তির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম সাগর, নিরাপদ সড়ক আন্দোলন ইমতিয়াজ হোসেন, বিডি ক্লিনের মোসলেহ উদ্দিন মোল্লা, বন্ধু মহল ব্লাড ডোনার্স অফ বাংলাদেশ সাজিদুল ইসলাম রাফিসহ কুমিল্লা জেলার সকল সেচ্ছাসেবী সংগঠন সদস্যগন। মানববন্ধন শুরুতে কোরআন তেলাওয়াত করেন হাফেজ জাহিদুল ইসলাম।
সাংবাদিক হুমায়ুন কবির জীবন বলেন, ইতিহাস ঐতিহ্য ও আন্দোলন সংগ্রামের দিক থেকে কুমিল্লা জেলা হচ্ছে অন্যতম। বিভাগ হওয়ার মত সকল যোগ্যতা কুমিল্লার আছে তাই যত দ্রুত সম্ভব কুমিল্লা নামে বিভাগ দিতে হবে। কুমিল্লার সকল জনগণের একটাই দাবি কুমিল্লা বিভাগ।কুমিল্লার বিকল্প নেই। মানবিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের সকল নেতৃবৃন্দদের প্রাণের দাবি মেনে নেয়ার অনুরোধ করেন বক্তারা ।
সমাজকর্মী গোলাম সামদানী বলেন : কুমিল্লা বিভাগ আমাদেরকে দিতে হবে। আমরা অন্য জেলার থেকে সব দিকে এগিয়ে। সময়ের দাবি এখন কুমিল্লা বিভাগ। কুমিল্লা বিভাগ আমাদের অধিকার। সম্মিলিতভাবে আমরা প্রতিবাদ করতে জানি। বিভাগ না দিলে আমরা আরো কঠিন আন্দোলন গড়ে তুলবো। সংবাদ প্রকাশঃ ২৪-১০-২০২৫ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=