সিটিভি নিউজ।। সৌরভ মাহমুদ হারুন সংবাদদাতা জানান ===
অপ্রাপ্ত এক বয়স্ক মেয়েকে পরিবারের লোকজনের অমতে তার মা বাবার বাড়ী এলাকায় বিয়ে দেয়াকে কেন্দ্র করে দ্বন্দ্বের জের ধরে স্বামীর আত্মহত্যার ঘটনা ঘটেছে। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার ২৩ অক্টোবর সন্ধ্যায় বুড়িচং উপজেলার ভারেল্লা দক্ষিণ ইউনিয়ন এর রামপুর পোস্ট অফিস এলাকায়।
পুলিশ ও স্থানীয় ইউপি সদস্য অকি মিয়া জানান কুমিল্লার বুড়িচং উপজেলার ভারেল্লা দক্ষিণ ইউনিয়ন এর রামপুর পোস্ট অফিস এলাকার আব্দুল মান্নান এর ছেলে শামীম হোসেন (৩৬)কাঠ মিস্তিরির সঙ্গে চান্দিনা উপজেলার কাশিমপুরপুর গ্রামের নসু মিয়ার মেয়ে জেসমিন আক্তারের ১৬ বছর আগে বিয়ে হয়। বিয়ের তাদের পরিবারে ২ মেয়ে জন্ম গ্রহণ করে। এর মধ্যে শামীম হোসেন ও জেসমিন আক্তারের অপ্রাপ্ত বয়স্ক বড় মেয়ে তাসফিয়া আক্তার (১৪) কে তার বাবার বাড়ীর কাশিমপুরে নিজের আত্মীয় স্বজনের সঙ্গে বিয়ে দেয়। এই বিয়ে নিয়ে শামামী হোসেন তার পিতা আব্দুল মান্নান তাদের পরিবারের সঙ্গে মত বিরোধ দীর্ঘদিন ধরে চলে আসছে। এ বিরোধ কে কেন্দ্র করে গত কোরবানির ঈদের সময় (৪-৫) জেসমিন আক্তার ছোট মেয়ে তানজিনা আক্তার (৫) নিয়ে বাবার বাড়ী চলে যায়। বহু চেষ্টা করে পরিবারের কেউ জেসমিন আক্তার কে স্বামীর বাড়ীতে আনা সম্ভব হয়নি। এতে স্বামী স্ত্রীর মধ্যে চরম দ্বন্দ্বের সৃষ্টি হয়। গত বৃহস্পতিবার ২৩ অক্টোবর সকাল ১০ টায় খাওয়া দাওয়া করে ঘরের দরজা জালানা বন্ধ করে ঘুমিয়ে পড়ে। সারাদিন ঘুম থেকে না উঠায় সন্ধ্যার সময় তার মা সাহেরা বেগম দরজা খুলে দেখেন তীরের সঙ্গে গলায় রশি বেঁধে ঝুলে আত্মাহত্যা করে। পরে পুলিশ রাতে খবর পেয়ে লাশ উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করে।
দেবপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোঃ শহীদুল্লাহ প্রধান বলেন আমরা খবর পেয়ে রাত ৮ টায় লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করেছি। সকাল ৮ টা বিকাল ৬ টার মধ্যে আত্মহত্যার ঘটনা ঘটেছে। তবে স্বামী স্ত্রীর মধ্যে দ্বন্দ্বের সৃষ্টির ফলে এঘটনা ঘটেছে। রাত্র ১০ টায় আইসি শহীদুল্লাহ প্রধান জানান থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করার প্রস্তুতি চলছে। সংবাদ প্রকাশঃ ২৪-১০-২০২৫ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=
সম্পাদক ও প্রকাশকঃ ওমর ফারুকী তাপস
মোবাইল: 01711335013
www.ctvnews24.com