কুমিল্লার মুরাদনগর উপজেলার বাঙ্গরা বাজার থানাকে উপজেলায় রূপান্তরের দাবিতে বুধবার বিকেলে রামচন্দ্রপুর বালুর মাঠে অনুষ্ঠিত বিশাল জন সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন, শিক্ষানুরাগী ও সমাজসেবক আলহাজ্ব গোলাম কিবরিয়া সরকার।
সিটিভি নিউজ।। বিল্লাল হোসেন, মুরাদনগর থেকে সংবাদদাতা ঃ =========
দীর্ঘদিনের দাবি বাস্তবে রূপ দিতে মাঠে নেমেছে কুমিল্লার মুরাদনগর উপজেলার বাঙ্গরা বাজার থানাধীন ১০ ইউনিয়নের সর্বস্তরের জনগণ। কুমিল্লার এই বৃহত্তম উপজেলার অংশ হিসেবে থাকা বাঙ্গরা বাজার থানাকে উপজেলায় রূপান্তরের দাবিতে গত কয়েক মাস ধরে চলছে লাগাতার আন্দোলন। স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতা এবং সাধারণ জনগণের সমন্বয়ে গঠিত এই আন্দোলন এখন চ‚ড়ান্ত রূপ ধারণ করেছে। দাবি আদায় না হলে আসন্ন সময়ে সড়ক অবরোধসহ আরও কঠোর কর্মস‚চির হুঁশিয়ারি দিয়েছেন আন্দোলনকারীরা।
বুধবার বিকেলেও বাঙ্গরা বাজার থানাধীন রামচন্দ্রপুর বালুর মাঠে বিশাল জন সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তারা প্রশাসনকে হুঁশিয়ারি দেন, ৩১ অক্টোবরের মধ্যে বাঙ্গরা বাজারকে উপজেলা হিসেবে ঘোষণা না করা হলে ১ নভেম্বর থেকে কোম্পানীগঞ্জ-নবীনগর সড়ক বন্ধ থাকবে। সমাবেশে জনসমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন, শিক্ষানুরাগী ও সমাজসেবক আলহাজ্ব গোলাম কিবরিয়া সরকার।
সমাবেশে আরো বক্তব্য রাখেন, কুমিল্লা জেলা মহিলা দলের সহ-সভাপতি এডভোকেট তাহমিনা বেগম, উপজেলা এনসিপির সভাপতি মিনহাজুল হক ও বাঙ্গরা বাজার থানা এনসিপির সভাপতি কামরুল হাসান ক্যানাল, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম ভুইয়া, এনসিপির সার্চ কমিটির সদস্য এনামুল আলম, শেখ আলমগীর হোসেন, মাওলানা ইয়াসিন আরাফাত, জামায়াত নেতা মাওলঅনা রকিব উদ্দিন সিরাজী, ইসলামী আন্দোলন নেতা গোলাম কিবরিয়া ও আবুবকর ভুইয়া প্রমুখ।
বক্তারা বলেন, মুরাদনগর উপজেলা আয়তনে অনেক বড় হওয়ায় প্রশাসনিক কার্যক্রমে জনগণের ভোগান্তি চরমে পৌঁছেছে। দ‚রবর্তী এলাকা থেকে উপজেলা সদরে আসতে যেমন সময় ও অর্থ দুটোই নষ্ট হয়, তেমনি জরুরি সেবা পেতেও বিলম্ব হয়। আন্দোলনকারীদের মতে, বাঙ্গরা বাজার থানাকে উপজেলা করা হলে শুধু প্রশাসনিক সেবাই হাতের মুঠোয় আসবে না, বরং ব্যবসা-বাণিজ্য, শিক্ষা, স্বাস্থ্য, এবং অবকাঠামোগত উন্নয়নেও নতুন দিগন্ত উন্মোচিত হবে। এতে এলাকার প্রায় ৫ লক্ষাধিক মানুষের জীবনযাত্রার মান উন্নত হবে।
প্রধান অতিথির বক্তব্যে আলহাজ্ব গোলাম কিবরিয়া সরকার আরো বলেন, তাদের দাবি যদি দ্রæত মেনে নেওয়া না হয়, তাহলে তারা আরও কঠোর পদক্ষেপ নিতে বাধ্য হবেন। এর মধ্যে রয়েছে কোম্পানীগঞ্জ-নবীনগর, কুমিল্লা-সিলেট ও ঢাকা-চট্টগ্রাম মহাসড়কসহ এলাকার প্রধান সড়কগুলো অবরোধ করা। এই কর্মস‚চি বাস্তবায়িত হলে পুরো অঞ্চলের যোগাযোগ ব্যবস্থা স্থবির হয়ে পড়ার আশঙ্কা রয়েছে। সংবাদ প্রকাশঃ ২৩-১০-২০২৫ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=
সম্পাদক ও প্রকাশকঃ ওমর ফারুকী তাপস
মোবাইল: 01711335013
www.ctvnews24.com