সিটিভি নিউজ।। মানিক ঘোষ, নিজস্ব প্রতিনিধি ==========
ঝিনাইদহের কালীগঞ্জের বারবাজার এলাকায় আসাদুজ্জামান সনেট (৩৫) নামের এক সাংবাদিককে কুপিয়ে গুরুতর আহত করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (২১ অক্টোবর) রাত ১০টার পর গাজু-কালু-চম্পাবতী মাজারের পাশের রাস্তায় এ চাঞ্চল্যকর ঘটনা ঘটে।
আহত সাংবাদিক আসাদুজ্জামান সনেট দৈনিক রূপান্তর প্রতিদিন পত্রিকার বারবাজার প্রতিনিধি হিসেবে কর্মরত। বর্তমানে তিনি কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, রাতে অফিসের কাজ শেষে বাড়ি ফেরার পথে মৃত ফসিয়ার আলীর ছেলে আনোয়ার হোসেন (২৬) তার গতিরোধ করে। সাংবাদিক সনেট ফেসবুকে তাকে নিয়ে করা আপত্তিকর পোস্টের বিষয়ে জানতে চাইলে আনোয়ার হোসেন ক্ষিপ্ত হয়ে অকথ্য ভাষায় গালাগালি শুরু করে।
গালাগালি বন্ধ করতে বললে আনোয়ার হোসেন তার হাতে থাকা চাইনিজ কুড়াল দিয়ে মাথায় আঘাত করে সাংবাদিক সনেটের ওপর। এতে তিনি রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন। পরে স্থানীয়রা উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
খবর পেয়ে কালীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক হামিদুল ইসলাম হামিদ রাতেই হাসপাতালে ছুটে গিয়ে আহত সাংবাদিকের খোঁজখবর নেন। একই সঙ্গে স্থানীয় সংবাদকর্মীরাও হাসপাতালে উপস্থিত হয়ে হামলার তীব্র নিন্দা জানান এবং জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও বিচারের দাবি তোলেন।
এ বিষয়ে কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন—
“ঘটনা শুনে বারবাজার পুলিশ ফাঁড়িকে অভিযুক্তকে গ্রেপ্তারের নির্দেশ দিয়েছি। খুব দ্রুতই হামলাকারীকে আইনের আওতায় আনা হবে। সংবাদ প্রকাশঃ ২৩-১০-২০২৫ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=
সম্পাদক ও প্রকাশকঃ ওমর ফারুকী তাপস
মোবাইল: 01711335013
www.ctvnews24.com