মুরাদনগরে প্রান্তিক কৃষকদের মাঝে সার ও বীজ বিতরণ 22-10-25

সিটিভি নিউজ।। এন এ মুরাদ, মুরাদনগর সংবাদদাতা জানান ====
কুমিল্লার মুরাদনগরে ফসল উৎপাদন বৃদ্ধি ও কৃষকদের উৎসাহিত করার লক্ষ্যে প্রান্তিক কৃষকদের মাঝে সরকারি প্রণোদনা হিসেবে সার ও বীজ বিতরণ করেছে উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর।

বুধবার (২২ অক্টোবর) সকাল ১১টায় উপজেলা কৃষি কর্মকর্তা পাভেল খান পাপ্পুর সভাপতিত্বে অনুষ্ঠিত এ প্রণোদনা বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার আবদুর রহমান।

এসময় ৫০ জন কৃষকের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ করা হয়। জানা গেছে, ধাপে ধাপে উপজেলার আরও ৭ হাজার ৩০০ জন কৃষকের মাঝে এই প্রণোদনা পৌঁছে দেওয়া হবে।
২০২৫-২০২৬ অর্থবছরের এই কৃষি প্রণোদনার আওতায় গম, সরিষা, সূর্যমুখী, চিনাবাদাম, মটরশুঁটি ও বোরো উফসী ফসলের বীজ ও সার বিতরণ করা হচ্ছে।

প্রণোদনা হাতে পেয়ে কৃষকদের চোখে মুখে ফুটে ওঠে আনন্দের হাসি।

অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার আবদুর রহমান বলেন,

“কৃষকই দেশের অর্থনীতির প্রাণ। সরকার কৃষকের উন্নয়ন ও ফসল উৎপাদন বৃদ্ধিতে নিরলসভাবে কাজ করছে। প্রণোদনা শুধু সহায়তা নয়, এটি কৃষকের প্রতি সরকারের অঙ্গীকারের প্রতিফলন। আমরা চাই, প্রতিটি কৃষক যেন তার জমিতে ভালো ফলন পায়, কৃষি আবারও মানুষের সবচেয়ে মর্যাদাপূর্ণ পেশা হিসেবে প্রতিষ্ঠিত হয়।”
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা নূর আলম, উপজেলা কৃষি উপসহকারী কর্মকর্তা মোশাররফ হোসেন, মো. সুফি আহমেদ, এখলাসুর রহমানসহ বিভিন্ন ইউনিয়নের শতাধিক কৃষক।

প্রণোদনা পেয়ে আনন্দ প্রকাশ করে চান্দলা ইউনিয়নের কৃষক আলমগীর হোসেন বলেন,

“সরকারের এই সহায়তা আমাদের মতো প্রান্তিক কৃষকদের জন্য অনেক আশীর্বাদ। সার-বীজের দাম অনেক বেড়ে গেছে, এখন এই প্রণোদনা পেলে আমরা স্বস্তি নিয়ে চাষ করতে পারবো।”

আরেক কৃষক রহিম উদ্দিন বলেন,
“এখন সময়মতো বীজ-পুষ্টি পেলে ফসলও ভালো হবে। এতে পরিবার চালানোও সহজ হবে। সরকারের কাছে আমরা কৃতজ্ঞ।”

অনুষ্ঠান শেষে কৃষি কর্মকর্তা পাভেল খান পাপ্পু কৃষকদের মধ্যে প্রণোদনার প্যাকেট বিতরণ করেন এবং সঠিক সময়ে চাষাবাদ ও জমি পরিচর্যার নির্দেশনা দেন। সংবাদ প্রকাশঃ ২২-১০-২০২৫ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like)
আরো পড়ুন