আড়াইহাজারে ইমন হত্যা : খাগড়াছড়ি থেকে গ্রেপ্তার দুই আসামী ৪ দিনের রিমান্ডে

সিটিভি নিউজ,এম আর কামাল, নিজস্ব প্রতিবেদক, নারায়ণগঞ্জ : নারায়ণগঞ্জের আড়াইহাজারে অটোরিকশা চুরি নিয়ে সংঘর্ষে যুবক ইমন হত্যার ঘটনায় দুই আসামিকে গ্রেপ্তার করেছে পিবিআই। মঙ্গলবার (২১ অক্টোবর) সকালে খাগড়াছড়ি সদর থানার ইসলামপুর এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
বুধবার (২২ অক্টোবর) আসামিদের আদালতে সোপর্দ করা হয়। আদালত তাদের চারদিনের রিমান্ড মঞ্জুর করে। বিষয়টি নিশ্চিত করেছেন কোর্ট পুলিশ পরিদর্শক আব্দুল কাইয়ুম খান।
গ্রেপ্তার দুজন হলেন, মামলার এজাহারভুক্ত আসামি আল মাহাবুব (৩৭) ও তার বাবা দিল মোহাম্মদকে (৬৫)। তারা দুজনই নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার মারুয়াদী এলাকার বাসিন্দা।
পিবিআই জানায়, ঘটনাটি ঘটে গত ৫ অক্টোবর রাত ৮টার দিকে আড়াইহাজারের মারুয়াদী বাজার এলাকায়। স্থানীয়রা অটোরিকশা চুরির অভিযোগে এক যুবক এমরানকে আটক করে।
খবর পেয়ে বাদী সিরাজ মিয়া তার দুই ছেলে ইমন (২৪) ও ফয়সালকে নিয়ে ঘটনাস্থলে গেলে এমরানকে ছাড়িয়ে নিতে অন্য আসামিরা দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায়। এতে ইমন গুরুতর আহত হন এবং দুদিন পর ঢাকা মেডিক্যালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। মামলাটি আড়াইহাজার থানায় দায়ের করা হলেও পরে তদন্তের দায়িত্ব পায় পিবিআই নারায়ণগঞ্জ। মামলায় ১০ জনকে আসামি করা হয়।
পিবিআই’র উপ-পুলিশ পরিদর্শক রিয়াজ উদ্দিন রনি জানান, গোপন তথ্য ও প্রযুক্তির ভিত্তিতে আসামিদের অবস্থান শনাক্ত করা হয়। পরে তাদের আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছে।
নারায়ণগঞ্জ কোর্ট পুলিশ পরিদর্শক আব্দুল কাইয়ুম খান জানান, গ্রেপ্তার দুজনকে আদালতে সোপর্দ করা হলে চার দিনের রিমান্ড মঞ্জুর হয়। সংবাদ প্রকাশঃ ২২-১০-২০২৫ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like)
আরো পড়ুন