সুরের রাজাকে সুরের মূর্তিতে বন্দনা’—কুমার শানুর জন্মদিনে শিল্পী সুবাসের অনন্য শ্রদ্ধাঞ্জলি 21-10-25

সিটিভি নিউজ।। মানিক ঘোষ, নিজস্ব প্রতিবেদক ==========
সংগীতের আকাশে যিনি এক উজ্জ্বল নক্ষত্র — তিনি মেলোডি কিং কুমার শানু। বাংলা ও হিন্দি গানে অসংখ্য হৃদয় ছুঁয়ে নেওয়া এই কিংবদন্তি শিল্পীর জন্মদিনে এক ভিন্নধর্মী ভালোবাসা প্রকাশ করলেন বাংলাদেশের প্রতিশ্রুতিশীল ভাস্কর শিল্পী সুবাস দাস।
ভালোবাসা ও শ্রদ্ধার নিদর্শন হিসেবে শিল্পী সুবাস দাসের নিজের হাতে গড়ে তুলেছেন কুমার শানুর এক মনোমুগ্ধকর ভাস্কর্য। নিখুঁত কারুকাজে ভরপুর সেই শিল্পকর্ম যেন কথা বলে শিল্পীর অন্তরের অনুভূতি ও সংগীতপ্রীতির ভাষায়।
শিল্পী সুবাস দাস বলেন, কুমার শানু দাদা আমার জীবনের অনুপ্রেরণা। তাঁর গান শুনে আমি বড় হয়েছি, তাঁর সুর আমাকে শিল্পের পথে টেনেছে। তাই জন্মদিনে তাঁর প্রতি শ্রদ্ধা জানাতে নিজের হাতে এই ভাস্কর্য তৈরি করেছি।”
স্থানীয় উপকরণে গড়া এই ভাস্কর্যে ফুটে উঠেছে সংগীত সম্রাটের ব্যক্তিত্ব ও আবেগের সুর। সামাজিক যোগাযোগমাধ্যমে সুবাসের এই শিল্পকর্ম ভাইরাল হয়ে গেছে ইতিমধ্যে। অনেকে একে বলছেন — ভালোবাসা ও শিল্পের এক অনন্য মেলবন্ধন।কুমার শানুর প্রতি এমন আন্তরিক শ্রদ্ধা জানিয়ে প্রমাণ করেছেন শিল্পী সুবাস দাস। সংবাদ প্রকাশঃ ২১-১০-২০২৫ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=