সিটিভি নিউজ।। সৌরভ মাহমুদ হারুন ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) প্রতিনিধি===========
কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় ঋণের বোঝা সইতে না পেরে জসীমউদ্দীন (৪৫) নামে ১ যুবক আত্মহত্যা করেছে। গতকাল ২০ আগস্ট (সোমবার) সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে নিমশার নামক স্থানে তার মৃত্যু হয়। জসীমউদ্দীন উপজেলার সাহেবাবাদ ইউনিয়নের জিরুইন গ্রামের মৃত আব্দুর রশিদের ছেলে।
পারিবারিক সূত্রে জানা যায়, জসীমউদ্দীন বিভিন্ন এনজিও এবং মানুষের কাছ থেকে টাকা নিয়ে ঋণগ্রস্ত ছিল। ঋণগ্রস্ত জসিম উদ্দিন পাওনাদারের টাকা পরিশোধ করতে না পেরে গত ১৯ অক্টোবর বিকেলে কীটনাশক পান করলে পরিবারের লোকজন তাকে বুড়িচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। তার অবস্থার অবনতি দেখে কর্তব্যরত ডাক্তার তাকে কুমিল্লা মেডিকেলে হাসপাতালে প্রেরণ করে। ২০ অক্টোবর তার অবস্থা আরো অবনতি ঘটলে কুমেকের কর্তব্যরত ডাক্তার তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করে। ঢাকা নেওয়ার পথে নিমশার নামক স্থানে তার মৃত্যু হয়। পরবর্তীতে পরিবারের লোকজন একই অ্যাম্বুলেন্সে তাকে বাড়িতে নিয়ে আসলে ব্রাহ্মণপাড়া থানাতে খবর দিলে এসআই ডি এম এ মজিদ উপস্থিত হয়ে তার সুরতহাল রিপোর্ট তৈরি করে ময়না তদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে।
এ ব্যাপারে মৃত জসীমউদ্দীনের স্ত্রী মমতাজ বেগম ব্রাহ্মণপাড়া থানায় একটি অপমৃত্যু দায়ের করেছে। জসীমউদ্দীন ব্যক্তিগত জীবনে এক ছেলে ও এক মেয়ের জনক ছিলেন। এ ব্যাপারে তার স্ত্রী মমতাজ বেগম জানান, সে বিভিন্ন এনজিও এবং মানুষের কাছ থেকে প্রায় দুই লক্ষ টাকা ঋণগ্রস্ত ছিলেন। ঋণের বোঝা সইতে না পেরে সে মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছিলেন এবং আত্মহত্যার পথ বেছে নেয়। এ ব্যাপারে ব্রাহ্মণপাড়া থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ সাজেদুল ইসলাম বিষয়টি সত্যতা নিশ্চিত করেন। সংবাদ প্রকাশঃ ২১-১০-২০২৫ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=
সম্পাদক ও প্রকাশকঃ ওমর ফারুকী তাপস
মোবাইল: 01711335013
www.ctvnews24.com