সিটিভি নিউজ।। এবিএম আতিকুর রহমান বাশারঃ দেবীদ্বার (কুমিল্লা) প্রতিনিধি/=============
মরণফাঁদে পরিণত কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কের দেবীদ্বার উপজেলার সদরের খানাখন্দ ও ভাঙ্গাচুড়া সড়ক পরিদর্শনে আসছেন সওজ’র কুমিল্লা নির্বাহী প্রকৌশলী খন্দকার গোলাম মোস্তফা। এসময় াণ্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, সওজের উপ-বিভাগীয় প্রকৌশলী মো. সফিকুল ইসলাম ভ‚ঁইয়াসহ কর্মকর্তাগন ছাড়াও জাতীয় যুব শক্তির কেন্দ্রীয় সংগঠক মো. নাজমুল হাসানসহ অন্যান্য নেতৃবৃন্দ।
রোববার (১৯ অক্টোবর) সকাল সাড়ে ১১ টায় ভাঙ্গা ও খানাখন্দ সড়ক পরিদর্শন শেষে তিনি সাংবাদকিদের জানান, আমরা আগামী ১৫ নভেম্বরের মধ্যেই দেবীদ্বার অংশের বারেরা (ফুলগাছ তলা) থেকে নিউমার্কেট এলাকায় ৫ কোটি টাকা প্রাক্কলন ব্যায় ধরে ২৪ ফুট প্রসস্তে ২৫২ মিটার সড়কের ঢালাইয়ের কাজ ধরব। ইতিমধ্যে কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কের ময়নামতি, কংশনগর, বারেরা (ফুলগাছতলা), দেবীদ্বার নিউমার্কেট, ভিংলাবাড়ি এলাকার ৫টি স্থানের জন্য ১০ কোটি টাকা প্রাক্কলন ব্যয় ধরে সড়ক সংস্কারে ৫ ভাগে টেন্ডার আহবান করা হয়েছে। এর মধ্যে বারেরা (ফুলগাছতলা) এবং নিউমার্কেট এলাকার জন্য ৫ কোটি টাকা, অন্যান্য স্থানের জন্য ৫ কোটি টাকা বরাদ্ধ রাখা হয়েছে। গত ১৪ অক্টোবর টেন্ডার ড্রপিং-এ কংশনগর এলাকা সংস্কারে (২০৪ মিটার সড়ক ঢালাইয়ে ৩ কোটি টাকা বরাদ্ধে) ঠিকাদার পাওয়া গেছে। দেবীদ্বার অংশের জন্য কোন ঠিকাদার দরপত্র আহবান করেননি। তাই আরো একবার টেন্ডার ড্রপিং এর সময় দিতে হবে। যাতে আমরা আগামী ১৫ নভেম্বরের মধ্যে কাজ ধরতে পারি।
এসময় সাংবাদিকদের এক প্রশ্নে,- “৬ অক্টোবর জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণ অঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ ও সড়ক ও জনপথ (সওজ) অধিদপ্তরের প্রধান প্রকৌশলী সৈয়দ মঈনুল হাসান’র মধ্যে হওয়া কথোপকথনের একটি ২ মিনিট ৩ সেকেন্ডের অডিও ক্লিপ বৃহস্পতিবার (৯ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ওই অডিওতে হাসনাত আবদুল্লাহ কড়া বার্তায় “অক্টোবরের ২০ তারিখের মধ্যে যদি আপনারা দেবীদ্বার নিউমার্কেট এলাকার রাস্তার কাজ না ধরেন, তবে দুপুর ২টার পর থেকে ওই রাস্তা দিয়ে একটি গাড়িও চলতে দেয়া হবে না। এমনকি ওই রাস্তায় ধান ও মাছ চাষ করা হবে।” বলে যে বক্তব্যে দিয়েছেন তার বিপরীতে আপনাদের প্রস্তুতি কি জানতে চাইলে
জবাবে সওজ’র কুমিল্লা নির্বাহী প্রকৌশলী খন্দকার গোলাম মোস্তফা বলেন, আমাদের সময় দিতে হবে। তাৎক্ষনিক সওজ’র কুমিল্লা নির্বাহী প্রকৌশলী খন্দকার গোলাম মোস্তফা,- জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণ অঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহর সাথে বিষয়টি মোবাইল ফোনে জানান।
এ ব্যপারে রোববার দুপুরে মোবাইল ফোনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণ অঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ জানান, যেহেতু সওজ’র কুমিল্লা নির্বাহী প্রকৌশলী ১৫ নভেম্বর পর্যন্ত সময় চেয়েছেন, আমরা আজ রাতে বসে সিদ্ধান্ত নিয়ে আপনাদের জানাব।
ছবির ক্যাপশনঃ মরণ ফাঁদ খ্যাত কুমিল্লা- সিলেট আঞ্চলিক মহাসড়কের দেবীদ্বার উপজেলার ‘বারেরা থেকে নিউমার্কেট’ এলাকার সড়কের খানাখন্দ অংশ পরিদর্শনে আসেন সওজ’র কুমিল্লা নির্বাহী প্রকৌশলী খন্দকার গোলাম মোস্তফা ও অন্যান্য কমূকর্তাগন। সংবাদ প্রকাশঃ ১৯-১০-২০২৫ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=
সম্পাদক ও প্রকাশকঃ ওমর ফারুকী তাপস
মোবাইল: 01711335013
www.ctvnews24.com