সিটিভি নিউজ।। এবিএম আতিকুর রহমান বাশার ঃ দেবীদ্বার(কুমিল্লা) প্রতিনিধি/=============
কুমিল্লার দেবীদ্বার উপজেলার সড়ক ও জনপদ বিভাগের ‘দেবীদ্বার- চান্দিনা সড়কে’র খানাখন্দ ও গর্তে গত ১০ অক্টোবর হাসনাত আবদুল্লাহর মাছের পোন অবমুক্ত করে প্রতিবাদ করার ৮ দিন পর সড়কটি সংস্কারে মন্ত্রনালয় থেকে প্রায় সাড়ে ১২ কোটি টাকা বরাদ্ধ অনুমোদন পেয়েছে।
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণ অঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ তার ভেরিফাই ফেইজবুক আইডিতে বলেন, দির্ঘ প্রতিক্ষার পর আজ আমরা দেবীদ্বার থেকে চান্দিনার অবহেলিত রাস্তার কাজ শুরুর অনুমোদন পেয়েছি। টানা চারবার টেন্ডার বাতিল হওয়ার পর আজকে (১৯ অক্টোবর) অবশেষে অনুমোদন পেয়েছি। ইঞ্জিনিয়ার নিশ্চিত করেছেন নভেম্বরের প্রথম সপ্তাহে কাজ শুরু করবেন।
রোববার (১৯ অক্টোবর) সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ রক্ষনাবেক্ষণ শাখা কর্তৃক প্রেরিত এক পত্রে ওই তথ্য জানানো হয়। বিষয়টি নিশ্চিত করেছেন সড়ক ও জনপদ বিভাগের কুমিল্লা নির্বাহী প্রকৌশলী খন্দকার গোলাম মোস্তফা।
সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ কর্তৃক প্রেরিত পত্রে জানানো হয়, কুমিল্লা সড়ক জোনের অধিন কুমিল্লা সড়ক বিভাগের ২০২৪-২০২৫ অর্থবছরে সওজে’র ‘দেবীদ্বার- চান্দিনা’ সড়কের সোয়া ১৪ কিলো মিটার সড়ক সংস্কারে ১২ কোটি ৪১ লক্ষ, ৪১ হাজার, ৮৪৬.৯৯৫ টাকা প্রাক্কলন ব্যয়ে ঠিকাদার প্রতিষ্ঠান‘ রিমি নির্মাণ লিমিটেড কাজটি পান।
দেবীদ্বার-চান্দিনা সড়কটি শুধু দুটি উপজেলার সংযোগ সড়ক নয়, এটি ঢাকা- চট্রগ্রাম ও কুমিল্লা- সিলেট আঞ্চলিক মহাসড়কের সংযোগ সড়ক হওয়ায় এ অঞ্চলের মানুষের জন্য খুবই গুরুত্বপূর্ণ এই সড়ক। কিš‘ দীর্ঘদিন ধরে সোয় ১৪ কিলো মিটারের এই সড়ক সংস্কারে চলতি বছরে পঞ্চম বারের মতো দরপত্র আহবান করা হয়েছে। পঞ্চমবার দরপত্র ওপেনের আগেই প্রধান নির্বাহী কর্মকর্তার তত্বাবধানে বরাদ্ধটি অনুমোদন হয়।
ছবির ক্যাপশনঃ দেবীদ্বার-চান্দিনা সড়কে হাসনাত আব্দুল্লাহর মাছ ছেড়ে প্রতীকী প্রতিবাদের পুরনো এবং আজকের তোলা একটি ছবি। সংবাদ প্রকাশঃ ১৯-১০-২০২৫ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=
সম্পাদক ও প্রকাশকঃ ওমর ফারুকী তাপস
মোবাইল: 01711335013
www.ctvnews24.com