সিটিভি নিউজ, এম আর কামাল, নিজস্ব প্রতিবেদক,নারায়ণগঞ্জ : নারায়ণগঞ্জের রূপগঞ্জে মাদরাসা শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে মোহাম্মদ হোসেন (২৪) নামে এক শিক্ষককে গণপিটুনি দিয়ে পুলিশের সোপর্দ করেছে এলাকাবাসী।
শনিবার (১৮ অক্টোবর) রাত ১১টার দিকে উপজেলার আধুরিয়া ইসলামিয়া তাহফিজুল কোরআন মাদরাসায় এ ঘটনা ঘটে।
অভিযুক্ত শিক্ষক মোহাম্মদ হোসেন কুমিল্লা জেলার হোমনা থানার বাসিন্দা। কয়েক বছর ধরে তিনি আধুরিয়া ইসলামিয়া তাফিজুল কোরআন মাদরাসায় শিক্ষকতা করে আসছিলেন। ছাত্রকে বলাৎকারের খবর ছড়িয়ে পড়লে উত্তেজিত জনতা তাকে আটক করে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, অভিযুক্ত ওই শিক্ষক মাদরাসার নূরানী শাখার এক ছাত্রকে কৌশলে বলাৎকার করেন। পরে রাতে বিষয়টি ওই শিক্ষার্থী তার পরিবারকে জানালে ছাত্রের অভিভাবকরা মাদরাসায় গিয়ে উপস্থিত ছাত্রদের সঙ্গে কথা বলে ঘটনার সত্যতা পান। এসময় মাদরাসার সুপারেনটেনডেন্ট সাইফুল ইসলাম ঘটনাটি ধামাচাপা দেওয়ার চেষ্টা করেন। স্থানীয় এলাকাবাসী মাদরাসায় ঢুকে শিক্ষক হোসেনকে অবরুদ্ধ করে রাখেন। হোসেনকে জিজ্ঞেস করলে প্রথমে বিষয়টি এড়িয়ে গেলেও পরে তোপের মুখে স্বীকার করেন। একপর্যায়ে উত্তেজিত জনতা তাকে গণপিটুনি দিয়ে পুলিশের কাছে সোপর্দ করে।
ভুলতা পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোখলেসুর রহমান জানান, এক মাদরাসার শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে অভিভাবক ও এলাকাবাসী মিলে মোহাম্মদ হোসেন নামের এক শিক্ষককে আটক করে। পুলিশ তাকে উদ্ধার করে থানা হেফাজতে নেয়। পরবর্তী আইনি প্রক্রিয়া চলমান রয়েছে। সংবাদ প্রকাশঃ ১৯-১০-২০২৫ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=
সম্পাদক ও প্রকাশকঃ ওমর ফারুকী তাপস
মোবাইল: 01711335013
www.ctvnews24.com