সিটিভি নিউজ।। এবিএম আতিকুর রহমান বাশার দেবীদ্বার (কুমিল্লা) প্রতিনিধি/===========
ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের অপসারণ এবং ফাঁসির দাবিতে দুপুরে বিক্ষোভ মানববন্ধন করেছে এলাকাবাসী এবং একই দিন বিকালে চেয়ারম্যানকে অনাস্থা জানিয়েছেন পরিষদের মেম্বাররা।
ঘটনাটি ঘটে রোববার (১৯ অক্টোবর) দুপুর ও বিকালে কুমিল্লার দেবীদ্বার উপজেলার ভানী ইউনিয়ন পরিষদে।
অভিযুক্ত হাজী জালাল উদ্দিন ভূইয়া উপজেলার ভানী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান। তিনি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত আব্দুর রাজ্জাক রুবেল ও স্কুলছাত্র সাব্বির হত্যা মামলার আসামি।
জানা যায়, রোববার দুপুরে ভানী ইউনিয়ন পরিষদ কার্যালয়ের সামনে ওই ইউনিয়নের চেয়ারম্যান হাজী জালাল উদ্দিন ভূইয়ার অপসারণের দাবিতে কয়েক শতাধিক নারী-পুরুষ বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচি পালন করেন। একই দিন বিকেলে ওই ইউনিয়র পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানসহ ৮ মেম্বার চেয়ারম্যান হাজী জালাল উদ্দিন ভূইয়াকে অনাস্থা জানিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার বরাবরে আবেদন করেছে।
চেয়ারম্যানকে অনাস্থার বিষয়ে বিকালে সাংবাদিকদের নিশ্চিত করে ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ মনিরুল ইসলাম বলেন, হাজী জালাল চেয়ারম্যান হওয়ার পর আওয়ামী লীগের প্রভাব খাটিয়ে পরিষদে একনায়কতন্ত্র কায়েম করেন। এলাকার উন্নয়ন না করে সব বরাদ্দ নিজের পকেটে ভরেছেন। ২৪ শে’র আন্দোলনে শহীদ রুবেল ও সাব্বির হত্যায় জড়িত থাকায় তিনি গ্রেফতার হয়েছিলেন। সম্প্রতি জামিনে মুক্তি পেয়ে আবারও ত্রাসের রাজত্ব কায়েমের চেষ্টা করছেন। তাই তার অপসারন চেয়ে ইউএনওর বরাবর আবেদন করেছি।
অনাস্থা জানানো মেম্বাররা হলো, মনিরুল ইসলাম, জালাল উদ্দিন, আবদুল হাকিম, বিল্লাল হোসেন, ফয়জন নেছা, গিয়াস উদ্দিন, শফিকুল ইসলাম ও মোঃ নজরুল ইসলাম ।
এর আগে দুপুরে মানববন্ধনে বক্তাব্য রাখেন, ভানী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান হারুন অর রশিদ, অধ্যাপক মোহাম্মদ রুহুল আমিন, মো. মনিরুজ্জামান ফরাজী, হুমায়ুন কবির বকুল, শুভ হাজারী, মোহাম্মদ শফিক ভূঁইয়া, আ. আউয়াল সরকার, ছোটন ভূঁইয়া, আলম সরকার, সুমন হাজারী, আব্দুল মালেক মাস্টার, ফয়েজ খান প্রমুখ।
চেয়ারম্যান হাজী জালাল উদ্দিন ভূইয়া মোবইল ফোনে জানান, আমার বিশাল অর্থবিত্ত রয়েছে, আমি একটি এতিমখানা, একটি মসজিদ, একটি মাদ্রাসা নিজ খরচে পরিচালনাসহ এলাকার গরিব মানুষদের আর্থিক ভাবে সহায়তা এমনকি সরকারের বরাদ্ধ বিতরণের পর না পাওয়া অনেকেই আসেন তাদের আমি নিজ খরচে চাউল কিনে দেই। আমি জনগনের ইচ্ছায়, জনগনের ভোটে স্বতন্ত্র প্রার্থী হিসেবে পাশ করি। আমি বিএনপির লোক, আ’লীগের সাবেক এমপি আবুল কালাম আজাদের একজন ভক্ত হওয়ায় আমার বিরুদ্ধে মিথ্যা মামলাই নয়, আমার চেয়ারম্যান পদ থেকে অপসারনের চেস্টা চালাচ্ছে।
এ ব্যাপারে দেবীদ্বার উপজেলা নির্বাহী কর্মকর্তা রাকিবুল ইসলাম জানান, আমি তিন দিনের একটি প্রশিক্ষণে রয়েছি, তারা কেউ একজন (মেম্বাররা) আমাকে ফোন দিয়ে অনাস্থার আবেদন করার বিষয়টি আমাকে জানিয়েছে।
ছবির ক্যাপশনঃ দেবীদ্বার উপজেলার ভানী ইউপি চেয়ারম্যান হাজী জালালকে চেয়ারম্যান পদ থেকে অব্যাহতি দিতে মানব বন্ধনের ছবি। সংবাদ প্রকাশঃ ১৯-১০-২০২৫ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=
সম্পাদক ও প্রকাশকঃ ওমর ফারুকী তাপস
মোবাইল: 01711335013
www.ctvnews24.com