দেবীদ্বারঃ জামিনে মুক্ত বিএনপি নেতা এম এ আউয়াল খানকে দেবীদ্বারে সংবর্ধনা

শতাধিক মোটরসাইকেলসহ বিশাল বহরে মাধাইয়া স্টেশন থেকে বরণ, পৌর মিলনায়তনে ফুলেল শুভেচ্ছা
সিটিভি নিউজ।। এবিএম আতিকুর রহমান বাশার, দেবীদ্বার (কুমিল্লা) প্রতিনিধি/ ===========
জামিনে মুক্তি পাওয়া বিএনপি ও ছাত্রদলের শীর্ষ নেতা এম এ আউয়াল খানকে কুমিল্লার দেবীদ্বারে দেয়া হয়েছে এক বর্ণাঢ্য সংবর্ধনা।
শনিবার (১৮ অক্টোবর) বিকেলে দেবীদ্বার পৌর মিলনায়তনে অনুষ্ঠিত এ সংবর্ধনায় উপজেলা জুড়ে বিরাজ করে উৎসবমুখর পরিবেশ।
দেবীদ্বার পৌর বিএনপি ও এর অঙ্গ সংগঠনের আয়োজনে দুপুর থেকেই বাগুর স্টেশন এলাকায় জড়ো হন শতাধিক মোটরসাইকেল ও কয়েক ডজন গাড়িবহর। সেখান থেকে এম এ আউয়াল খানকে ফুলের শুভেচ্ছায় বরণ করে নিয়ে আসা হয় দেবীদ্বারে। পুরো পথজুড়ে শ্লোগান, ব্যানার ও পোস্টারে মুখর ছিল মহাসড়ক।
পৌর মিলনায়তনে সংবর্ধনা অনুষ্ঠানে রাজামেহার ইউনিয়ন বিএনপির সাবেক সদস্য সচিব মো. মজিবুর রহমান সিকদারের সঞ্চালনায় এবং কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক মো. জসিম উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বিএনপি নেতা ও কুমিল্লা-৪ (দেবীদ্বার) আসনের মনোনয়নপ্রত্যাশী এম এ আউয়াল খান।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল, কৃষক দল ও ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতারা। বক্তারা বলেন, ‘এম এ আউয়াল খানকে মিথ্যা মামলায় কারাগারে পাঠানো হয়েছিল রাজনৈতিক প্রতিহিংসার অংশ হিসেবে। আজ তাঁর মুক্তি গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে নতুন উদ্দীপনা যোগাবে।’
জামিনে মুক্তি পেয়ে আবেগঘন কণ্ঠে এম এ আউয়াল খান বলেন,‘দীর্ঘ ১৬ বছর ধরে ফ্যাসিস্ট সরকারের নির্যাতন সহ্য করেছি। এই মুক্তি আমাদের আন্দোলনকে আরও গতিশীল করবে। কোনো জেল, জুলুম, মামলা দিয়ে আমাদের দমিয়ে রাখা যাবে না।’
মামলা দায়ের করা হয়। এর মধ্যে রাজধানীর বনানী ও গুলশান থানায় দায়ের হওয়া তিনটি নাশকতার মামলায় তাঁর ৭ বছরের কারাদন্ড হয়। গত ২১ সেপ্টেম্বর আদালতে আত্মসমর্পণ করলে শুনানির পর আদালত তাঁকে কারাগারে পাঠান। পরে ২৪ সেপ্টেম্বর ঢাকা মহানগর দায়রা জজ আদালত জামিন মঞ্জুর করলে ২৫ সেপ্টেম্বর দুপুরে কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার থেকে তিনি মুক্তি পান।
কারাফটকে শত শত নেতাকর্মী ফুলের শুভেচ্ছা ও শ্লেগানের মধ্য দিয়ে তাঁকে বরণ করে নেন। এরপর আজ নিজ নির্বাচনী এলাকায় ফিরে এসে শত শত নেতাকর্মী ও স্থানীয় জনতার ভালোবাসায় সিক্ত হন এম এ আউয়াল খান।
তিনি কুমিল্লার দেবীদ্বার উপজেলার উনঝুটি গ্রামের ইসমাইল খানের পুত্র। ছাত্র রাজনীতির সময় তিনি তিতুমীর কলেজ ছাত্র সংসদের সাবেক সাধারণ সম্পাদক (জিএস), কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সহ-সাধারণ সম্পাদক, এবং গুলশান থানা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ছিলেন। বর্তমানে তিনি কুমিল্লা-৪ (দেবীদ্বার) আসনে বিএনপির সম্ভাব্য প্রার্থী হিসেবে রাজনৈতিক তৎপরতা চালিয়ে যাচ্ছেন।
ছবির ক্যাপশনঃ দেবীদ্বার পৌর মিলনায়তনে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে নেতাকর্মীদের উপস্থিতি ও সদ্য কারা মুক্ত বিএনপি নেতা এমএ আউয়াল খানকে সংবর্ধনার ছবি। সংবাদ প্রকাশঃ ১৮-১০-২০২৫ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=