সিটিভি নিউজ।। মানিক ঘোষ,নিজস্ব প্রতিনিধি ================
শনিবার সন্ধ্যা। যশোর-ঝিনাইদহ মহাসড়কের দুলালমুন্দিয়া এলাকায় তখনও মানুষের আসা–যাওয়া চলছে। হঠাৎ এক মুহূর্তের ব্যবধানে থমকে যায় সময়—চাকার নিচে নিভে যায় এক মায়ের প্রাণ।
আলেয়া খাতুন (৫০) কালীগঞ্জ উপজেলার আগমুন্দিয়া গ্রামের মধু কাজীর স্ত্রী। বিকেলে তিনি নিজের ছোট মেয়েকে নিয়ে বের হয়েছিলেন রোগী দেখতে কালীগঞ্জে। অটোভ্যানে চেপে যাত্রা শুরু করেছিলেন হাসিমুখে। কিন্তু কে জানত, এই পথেই হবে জীবনের শেষ সফর।
প্রত্যক্ষদর্শীরা জানায়, সন্ধ্যার পর দুলালমুন্দিয়া এলাকায় পৌঁছালে অটোভ্যানের এক্সেল হঠাৎ ভেঙে যায়। মুহূর্তেই ভ্যান উল্টে গিয়ে ছিটকে পড়ে আলেয়া খাতুন। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা দ্রুত উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে—চিকিৎসকরা জানান, অতিরিক্ত রক্তক্ষরণেই তার মৃত্যু হয়েছে।
কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত মেডিকেল অফিসার ডা. আব্দুল্লাহ আল মামুন বলেন,হাসপাতালে পৌঁছানোর আগেই তার মৃত্যু হয়। অতিরিক্ত রক্তক্ষরণই ছিল প্রধান কারণ।
এই দুর্ঘটনায় আলেয়া খাতুনের ছোট মেয়ে আহত হয়েছে। তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে, বর্তমানে সে শঙ্কামুক্ত।
কালীগঞ্জ থানার ওসি শফিকুল ইসলাম জানান,
নিহতের স্বজনদের কোনো আপত্তি না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। পারিবারিকভাবে দাফনের ব্যবস্থা চলছে।গ্রামের মানুষ বলছেন, আলেয়া ছিলেন সবার প্রিয় মুখ। সংসার সামলে মেয়েকে নিয়ে সব সময় হাসিখুশি থাকতেন। কিন্তু এক মুহূর্তেই সব কিছু ওলটপালট হয়ে গেল।
এক প্রতিবেশী বলেন,
সকালে হাসিমুখে বেরিয়েছিলেন, রাতে ফিরলেন নিথর দেহ হয়ে। এটা ভাবতেই কষ্ট হয়।এই দুর্ঘটনা আবারও মনে করিয়ে দিল—গ্রামীণ সড়কে নিরাপত্তা এখনও কতটা ভঙ্গুর। এক্সেল ভেঙে যাওয়া, অতিরিক্ত বোঝাই বা পুরনো যানবাহনের কারণে প্রতিদিনই ঘটছে এমন প্রাণহানি। কিন্তু প্রতিরোধের উদ্যোগ খুব কমই দেখা যায়।
আলেয়া খাতুনের মৃত্যু যেন আরেকটি পরিসংখ্যান না হয়—এই প্রত্যাশাই এখন এলাকাবাসীর। সংবাদ প্রকাশঃ ১৩-১০-২০২৫ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=