সিটিভি নিউজ।। মোঃ অপু খান চৌধুরী।। সংবাদদাতা জানান ======
সারাদেশের ন্যায় কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় টাইফয়েড টিকার কার্যক্রম উদ্বোধন করা হয়েছে। গতকাল ১২ অক্টোবর (রবিবার) দুপুরে ব্রাহ্মণপাড়া উপজেলা নির্বাহী অফিসার মাহমুদা জাহান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ কার্যক্রমের উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন ব্রাহ্মণপাড়ার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা শেখ মোহাম্মদ হাসিবুর রেজা। ব্রাহ্মণপাড়া উপজেলায় ৯ মাস থেকে ১৫ বছরের কম বয়সী সকল শিশু কিশোর এ টিকা গ্রহণ করতে পারবে।
এসময় ব্রাহ্মণপাড়ার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা শেখ মোহাম্মদ হাসিবুর রেজা বলেন, টাইফয়েড একটি মারাত্মক ব্যাকটেরিয়াজনিত রোগ। যা শিশুদের জন্য অনেক বেশি ঝুঁকিপূর্ণ। তবে সুখবর হচ্ছে, এখন টাইফয়েড প্রতিরোধের জন্য রয়েছে নিরাপদ ও কার্যকর টিসিভি (Typhoid Conjugate Vaccine)। ৯ মাস থেকে ১৫ বছরের বয়সী সকলে টাইফয়েড থেকে সুরক্ষিত থাকতে এ ভ্যাকসিন দেওয়ার কথা বলেন তিনি।
এ সময় উপস্থিত ছিলেন চান্দলা কেবি স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ রাখাল চন্দ্রশীল, ই পি আই অফিসার আবুল কাশেমসহ টিকা গ্রহণকারী সকল শিশু ও কিশোরগণ। সংবাদ প্রকাশঃ ১৩-১০-২০২৫ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=