aaa
ঢাকাMonday , 13 October 2025
সর্বশেষ সবখবর

টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন করলেন কুমিল্লা সিটির প্রশাসক

CTV News 24
October 13, 2025 1:08 pm
Link Copied!

সিটিভি নিউজ।। কুমিল্লা ও দেশের শিশুদের টাইফয়েড থেকে সুরক্ষা দিতে (১২ অক্টোবর) থেকে শুরু হয়েছে দেশের প্রথম জাতীয় টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন। এক মাসব্যাপী এই কর্মসূচিতে ৯ মাস থেকে ১৫ বছরের কম বয়সী শিশুকে বিনামূল্যে ইনজেকটেবল টাইফয়েড টিকা দেওয়া হবে।

এই কর্মসূচির উদ্বোধন রোববার সকালে কুমিল্লা জিলা স্কুল অডিটোরিয়ামে কুমিল্লা সিটি কর্পোরেশনের আয়োজনে অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন করেন কুমিল্লা সিটি কর্পোরেশনের প্রশাসক (যুগ্মসচিব) মেয়র পদমর্যাদা মো. শাহ আলম।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন কুমিল্লা জিলা স্কুলের প্রধান শিক্ষক মোহাম্মদ আবদুল হাফিজ।

প্রধান অতিথির বক্তব্যে প্রশাসক বলেন, “কার্যকর টিকা আবিষ্কারের পরে অনেক রোগ পৃথিবী থেকে নির্মূল করা সম্ভব হয়েছে। অতীতে টিকাদান কর্মসূচি সঠিকভাবে বাস্তবায়নের ফলে বাংলাদেশের ইপিআই কার্যক্রম বিশ্বব্যাপী সবসময় প্রশংসিত হয়েছে। রোববার থেকে শুরু হওয়া টাইফয়েড টিকাদান ক্যাম্পেইনও সফল করার বিকল্প নেই। আজকের সুস্থ শিশু মানেই আগামীর সুস্থ প্রজন্ম। শিশুদের লেখাপড়া ও খেলাধুলায় সফল হওয়ার জন্য সুস্থতার বিকল্প নেই। যেসব শিশু ইতোমধ্যে টিকা পেতে রেজিস্ট্রেশন করেছে, তাদের সঠিকভাবে টিকা দিতে হবে। একইসাথে, রেজিস্ট্রেশন না করা শিশুদেরকেও রেজিস্ট্রেশন করিয়ে টিকার আওতায় আনতে হবে। এ ক্ষেত্রে অভিভাবকদের সচেতনতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। কেউ যেন টাইফয়েড টিকা নিয়ে গুজব ছড়াতে না পারে, সেই দিকে লক্ষ্য রাখতে হবে। টাইফয়েড টিকার উল্লেখযোগ্য কোনো পার্শ্বপ্রতিক্রিয়া নেই।”

কুসিক সূত্রে জানা যায়, ১২ অক্টোবর থেকে ১৮ কার্যদিবস টিকা কার্যক্রম চলবে। প্রথম ১০ দিন প্রাক-প্রাথমিক থেকে ৯ম শ্রেণি/সমমান শ্রেণির অধ্যয়নরত ছাত্র/ছাত্রীদের টিকা দেওয়া হবে। পরবর্তী ৮ দিন শিক্ষা প্রতিষ্ঠান বহির্ভূত কমিউনিটির ৯ মাস থেকে ১৫ বছরের কম বয়সী শিশু ও কিশোর-কিশোরীদের বিনামূল্যে ১ ডোজ টাইফয়েড কনজুগেট ভ্যাকসিন (TCV) প্রদান করা হবে। এবছর ৪৫টি ইপিআই টিকাদান কেন্দ্রে টিকার লক্ষ্যমাত্রা এক লাখ ২২ হাজার ৫৫ জন। এর মধ্যে প্রাক-প্রাথমিক থেকে ৯ম শ্রেণি/সমমান শ্রেণির ছাত্র/ছাত্রী ৮৮ হাজার ৫৫৬ জন।

এ সময় আরও উপস্থিত ছিলেন কুমিল্লা সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মোহাম্মদ মামুন, জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো: রফিকুল ইসলাম, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার তাপস কুমার পাল, কুসিক প্রধান স্বাস্থ্য কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. আবু সায়েম ভূইয়া, কুসিক মেডিকেল অফিসার ডা. চন্দনা রানী, সহকারী প্রকৌশলী (বিদ্যুৎ), সহকারী প্রকৌশলী (পানি) ভারপ্রাপ্ত মোহাম্মদ ইউসুফ, প্রশাসনিক কর্মকর্তা মোহাম্মদ হারুন অর রশিদ, মেডিকেল টেকনোলজিস্ট (ইপিআই) মো. জহিরুল ইসলামসহ স্কুলের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও ছাত্রবৃন্দ। সংবাদ প্রকাশঃ ১৩-১০-২০২৫ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=

"এই সাইটে কোন নিউজ নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।"