সিটিভি নিউজ।। নেকবর হোসেন কুমিল্লা প্রতিনিধি==========
কুমিল্লা দেবীদ্বারে এক শিয়ালের কামড়ে শিশুসহ আহত ৭ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।
শনিবার রাতে উপজেলার যাত্রাপুর ইউনিয়নের মোচাগড়া দড়িপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। আহতদের মুরাদনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে।
আহতরা হলেন—মোচাগড়া গ্রামের জুবায়ের (৯), মোবারক (১৯), মাইনুদ্দিন (৩৮), আরিফ (২৩), আবু সাঈদ (২০), রিফাত (১৭) ও চান মিয়া (৬৪)।
স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার মাগরিবের নামাজ শেষে মুসল্লিরা মসজিদ থেকে বের হলে একটি শিয়াল দৌড়ে এসে একজনকে কামড় দেয়। পরপরই আরেকজনের পায়ে কামড় দেয় শিয়ালটি। এরপর শিয়ালটি দৌড়ে পালানোর সময় সামনে যাকে পেয়েছে তাকেই কামড়ায়। এসময় শিয়ালের আচরণ ছিল অস্বাভাবিক ও পাগলাটে ধরনের। পরে এলাকাবাসী একত্রিত হয়ে রাতেই শিয়ালটিকে মেরে ফেলে।
এ ঘটনায় শিশুসহ সাতজন আহত হন। এলাকাবাসী ও পরিবারের সদস্যরা আহতদের উদ্ধার করে রাতে মুরাদনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে আক্রান্তদের র্যাবিস ভ্যাকসিন দেন। আক্রান্তদের কেউ আশঙ্কাজনক না হওয়ায় তাদের বাড়ি পাঠানো হয় এবং পরবর্তী ভ্যাকসিনগুলো নির্ধারিত সময়ে নেওয়ার পরামর্শ দেওয়া হয়।
রোববার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সিরাজুল ইসলাম মানিক সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করে বলেন, “শনিবার রাতে শিয়ালের কামড়ে আহতরা হাসপাতালে আসলে তাদের প্রাথমিক চিকিৎসা দিয়ে ভ্যাকসিন প্রদান করা হয়েছে এবং সবাই বর্তমানে সুস্থ আছেন। সংবাদ প্রকাশঃ ১৩-১০-২০২৫ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=