"ব্যক্তিকে নয়, ধানের শীষ প্রতীক যার,তাঁকে ভোট দিবেন" মোবাশ্বের আলম ভুইঁয়া
লালমাইয়ে বেলঘর উত্তর ইউনিয়ন যুবদলের কর্মী সভা অনুষ্ঠিত
সিটিভি নিউজ।। (নিজস্ব প্রতিবেদক)============
লালমাই উপজেলার গৈয়ারভাঙ্গা মাদ্রাসা মাঠে বেলঘর উত্তর ইউনিয়ন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার, ১১ অক্টোবর- ২০২৫ খ্রিঃ বিকেল ৩ টায় লালমাই উপজেলার বেলঘর উত্তর ইউনিয়ন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের আয়োজনে কর্মী সভায় সভাপতিত্ত্ব করেন উপজেলা যুবদলের আহবায়ক এম জাবের আহমেদ জাবেদ।
কর্মী সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য, কুমিল্লা-১০ নির্বাচনী আসনে (লালমাই ও লাঙ্গলকোট উপজেলা) বিএনপির মনোনয়ন প্রত্যাশী মোঃ মোবাশ্বের আলম ভূঁইয়া।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, আগামীর রাষ্ট্র নায়ক, তারুণ্যের অহংকার তারেক রহমান এর ৩১ দফা বাস্তবায়নে লক্ষ্যে আমাদের সকলকে ঐক্যবদ্ধ ভাবে কাজ করতে হবে। আগামী সংসদ নির্বাচনে ব্যক্তিকে নয়,ধানের শীষ প্রতীক যে নিয়ে আসবে ভোট তাকে দিবেন। কুমিল্লা -১০ নির্বচনী আসনে আমিই একমাত্র প্রার্থী নই,প্রয়োজনে অন্য প্রার্থীদের একই গাড়ীতে করে বিএনপির মনোনয়ন পত্র কিনবো। দল যাকে মনোনয়ন দিবেন, তাঁর হয়ে ধানের শীষ প্রতীকের জন্যে কাজ করবো।ইসলামের কথা বলে মানুষকে বিভ্রান্ত করা যাবে না। এদেশের ৯০ ভাগ মানুষ মুসলমান।সবাই সৎ ও যোগ্য প্রার্থীকে দিবেন।মনিরুল চৌধুরী এলাকার উন্নয়নে কাজ করেছেন, আমি তাঁকে পা ধরে সালাম করতে পারি, উনি মনোনয়ন পেলে নাঙ্গলকোটে পৌনে ৪ লক্ষ ভোটের জন্য আমার সহযোগিতা লাগবে। আবার আমি মনোনয়ন পেলে লালমাই পৌনে ২ লক্ষ ভোটের জন্যে মনির ভাইয়ের সহযোগী লাগবে।
উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক মোঃ আরিফ বিল্লাহ এর সঞ্চালনায় কর্মী সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাঙ্গলকোট উপজেলা যুবদলের আহবায়ক মনিরুল ইসলাম, নাঙ্গলকোট পৌরসভার যুবদলের লিটন, যুগ্ম আহবায়ক, সদর দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক প্রচার সম্পাদক এ্যাডঃ বিল্লাল হোসেন, বাগমারা উত্তর ইউনিয়ন বিএনপির সাবেক আহবায়ক মাওলানা মোঃ জাকির হোসেন,কেন্দ্রীয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ খোরশেদ আলম লোকমান,জেলা কৃষক দলের সদস্য মোঃ হুমায়ুন কবির মজুমদার, উপজেলা স্বেচ্ছাসেবক দলের নেতা মোঃ ফজলুর রহমান মিন্টু, কুমিল্লা দক্ষিণ জেলা জাতীয়তাবাদী তাঁতী দলের যুগ্ম আহবায়ক মোঃ আবুল বাশার, ভূলইন উত্তর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শফিকুর রহমান সফিক, বেলঘর দক্ষিণ ইউনিয়ন বিএনপির সাবেক সদস্য সচিব মোঃ আবদুস সাত্তার।
এসময় কর্মী সভায় উপস্থিত ছিলেন উপজেলা জাতীয়তাবাদী যুবদলের যুগ্ম আহবায়ক হাবিবুর রহমান মজুমদার, যুগ্ম আহবায়ক মোঃ শহিদুল ইসলাম, যুগ্ম আহবায়ক ডাঃ মোঃ মহিন উদ্দিন ,যুগ্ম আহবায়ক মুন্সি সোহেল রানা, যুগ্ম আহবায়ক মোঃ ইকবাল হোসেন, যুগ্ম আহবায়ক মোঃ রুবেল হোসেন, উপজেলা যুবদলের সদস্য মোঃ নাসির উদ্দীন, উপজেলা যুবদলের সদস্য সিরাজুল ইসলাম চারু,উপজেলা ছাত্রদলের আহবায়ক (প্রস্তাবিত) রায়হানুল ইসলাম রাজু,উপজেলা ছাত্রদলের নেতা মোঃ আল আমিন।
এছাড়াও লালমাই উপজেলা ও নাঙ্গলকোট উপজেলা ও বিভিন্ন ইউনিয়নের বিএনপি ও অঙ্গ সংগঠন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সংবাদ প্রকাশঃ ১২-১০-২০২৫ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=