মুচলেকা দিয়ে রক্ষা পেলেন অভিভাবক|| বিয়ের খাবার দেওয়া হয় এতিমখানায়

কুমিল্লার মুরাদনগর উপজেলার জাহাপুর ইউনিয়নে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আবদুর রহমানের তাৎক্ষণিক ও প্রত্যক্ষ তত্ত¡াবধানে নবম শ্রেণির এক কিশোরীর বাল্যবিবাহ বন্ধ করলেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা আব্দুল আউয়াল খোন্দকার।
মুরাদনগরে নবম শ্রেণির ছাত্রীর বাল্যবিবাহ বন্ধ করলেন ইউএনও ঃ
সিটিভি নিউজ।। বিল্লাল হোসেন, মুরাদনগর সংবাদদাতা ===
কুমিল্লার মুরাদনগরে বাল্যবিবাহের অভিশাপ থেকে রক্ষা পেল নবম শ্রেণীতে পড়ুয়া এক কিশোরী। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আবদুর রহমানের তাৎক্ষণিক ও প্রত্যক্ষ তত্ত¡াবধানে শুক্রবার জুমার নামাজের ঠিক পূর্বমুহুর্তে এই অসামাজিক কাজটি বন্ধ করা হয়। উপজেলার জাহাপুর ইউনিয়নের এক গ্রামের এই শিক্ষার্থীর পরিবারের পক্ষ থেকে পার্শ্ববর্তী তিতাস উপজেলার কলাকান্দি গ্রামের এক যুবকের সাথে গোপনে তার বিয়ের আয়োজন করা হয়েছিল।
খবর পেয়ে কালক্ষেপণ না করে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আবদুর রহমান দ্রæত ব্যবস্থা গ্রহণ করেন। তিনি অবিলম্বে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা আব্দুল আউয়াল খোন্দকারকে ঘটনাস্থলে পাঠান। সেখানে মহিলা বিষয়ক কর্মকর্তাকে সার্বিক সহযোগিতা করতে উপস্থিত ছিলেন, মুরাদনগর থানা পুলিশ, স্থানীয় ইউনিয়ন পরিষদের জনপ্রতিনিধি, কিশোর-কিশোরী ক্লাবের সদস্যবৃন্দ, গ্রামপুলিশ এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
সকলের সম্মিলিত প্রচেষ্টায় বিয়ের সকল আয়োজন বন্ধ করে দেওয়া হয় এবং বাল্যবিবাহের মারাত্মক কুফল সম্পর্কে অভিভাবকদেরকে অবহিত করা হয়। বাল্যবিবাহের আয়োজন করায় কিশোরীর অভিভাবকদের নিকট থেকে মুচলেকা নেওয়া হয়। কিশোরীর প্রাপ্ত বয়স না হওয়া পর্যন্ত বিয়ে না দেওয়ার জন্য তাদের কঠোরভাবে সতর্ক করে দেওয়া হয়। বিয়ের জন্য প্রস্তুত করা খাদ্য সামগ্রী নিকটবর্তী একটি এতিমখানায় প্রদানের নির্দেশ দেওয়া হয়।
বাল্যবিবাহ বন্ধের এই সফল উদ্যোগ প্রসঙ্গে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আবদুর রহমান বলেন,”বাল্যবিবাহ এক ধরনের অভিশাপ। এটি একটি মেয়ের শিক্ষাজীবন এবং তার শারীরিক ও মানসিক বিকাশের জন্য মারাত্মক ক্ষতিকর। এই সামাজিক ব্যাধি প্রতিরোধে আমাদের নিয়মিত নজরদারি এবং জনসচেতনতা বৃদ্ধির কার্যক্রম জোরদার রয়েছে। একটি সুস্থ ও শিক্ষিত সমাজ গড়তে এই ধরনের কঠোর পদক্ষেপ ভবিষ্যতেও অব্যাহত থাকবে।” সংবাদ প্রকাশঃ ১১-১০-২০২৫ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=