টেকনাফে র‍্যাবের অভিযান: দেশীয় ও নকল বিদেশি মদসহ তিন মাদক কারবারি গ্রেপ্তার

সিটিভি নিউজ।। ফরহাদ রহমান রিপোর্টার কক্সবাজার ============ কক্সবাজারের টেকনাফ সদর ইউনিয়নের পশ্চিম গোদারবিল এলাকায় অভিযান চালিয়ে ১৫ লিটার দেশীয় মদ, এক লিটার নকল বিদেশি মদ ও বিপুল পরিমাণ বিদেশি মদ তৈরির সরঞ্জামসহ তিনজনকে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-১৫)।

র‍্যাব জানায়, শুক্রবার (১০ অক্টোবর ২০২৫) দুপুরে র‍্যাব-১৫ এর সিপিসি-১ (টেকনাফ ক্যাম্প) এর একটি চৌকস আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে পশ্চিম গোদারবিল এলাকার মুসা আলী হাজীর ভিটা সংলগ্ন ইসমাইলের সেমিপাকা বাড়িতে অভিযান চালায়। এ সময় তিনজন মাদক কারবারিকে হাতেনাতে আটক করা হয়।

অভিযানে ১৫ লিটার দেশীয় মদ, এক লিটার প্রস্তুতকৃত নকল বিদেশি মদ, ৩৮টি খালি বিদেশি কাঁচের বোতল, ২৪ লিটার মিনারেল ওয়াটার, ৭০০ মিলিলিটার চিনির ক্যারামেলসহ মদ তৈরির অন্যান্য সরঞ্জাম জব্দ করা হয়েছে।

র‍্যাব সূত্র জানায়, গ্রেপ্তারকৃতরা দীর্ঘদিন ধরে অবৈধভাবে দেশীয় ও নকল বিদেশি মদ তৈরি করে স্থানীয় মাদকসেবীদের কাছে বিক্রি করে আসছিল।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—
রেজাউল করিম (২৫), পিতা–আবদুল হাশিম, মাতা–সোনা বানু, ঠিকানা–উত্তর লেঙ্গুরবিল, সুফিয়া মার্কেট, টেকনাফ, কক্সবাজার।
বিপুল বিশ্বাস, মাতা–মুক্তি রানী, ঠিকানা–আলীপুর, বনিক বাড়ি, ফরিদপুর কোতয়ালী থানা। মো. আল আমিন (১৯), পিতা–মো. মমিনুল ইসলাম, মাতা–আমেনা খাতুন, ঠিকানা–ফলগাছা, মোল্লা বাড়ি, সুন্দরগঞ্জ, গাইবান্ধা।

র‍্যাব-১৫ জানায়, আটক ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে। সংবাদ প্রকাশঃ ১১-১০-২০২৫ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like)
আরো পড়ুন