সিটিভি নিউজ।। সৌরভ মাহমুদ হারুন ব্রাহ্মণপাড়া(কুমিল্লা) প্রতিনিধি।। কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার সীমান্ত এলাকা থেকে ৫২ লাখ টাকার বেশি মূল্যের মালিকবিহীন ভারতীয় ঔষধ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এসময় চোরাকারবারিরা বিজিবি ধাওয়া খেয়ে এসব চোরাই মালামাল ফেলে পালিয়ে যায়। শনিবার ১১ অক্টোবর সকাল ৮টা ৩০ মিনিটের দিকে সুলতানপুর ব্যাটালিয়ন ৬০ বিজিবি এর শশীদল বিওপির একটি টহলদল চোরাচালান বিরোধী বিশেষ অভিযান চালিয়ে এসব ঔষধ জব্দ করে।
বিজিবি সূত্রে জানা যায়, উপজেলার সীমান্ত পিলার ২০৫৯/৩-এস হতে প্রায় ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে আশাবাড়ী নামক স্থানে অভিযান পরিচালনা করে মালিকবিহীন অবস্থায় বিভিন্ন প্রকার ভারতীয় ঔষধ জব্দ করা হয়। জব্দকৃত এসব ঔষধের আনুমানিক বাজারমূল্য ৫২ লাখ ৯১ হাজার ২৫০ টাকা। উদ্ধারকৃত মালামাল নিকটস্থ কুমিল্লা কাস্টমস অফিসে জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি)-এর অধিনায়ক লে. কর্নেল মোঃ জিয়াউর রহমান, পিবিজিএম, বিজিবিএমএস, এএসসি বলেন, “সীমান্তে নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধে ৬০ বিজিবির অভিযান ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় সীমান্ত এলাকায় নিয়মিত অভিযান পরিচালনা করে অবৈধ মালামাল জব্দ করা হচ্ছে।” সংবাদ প্রকাশঃ ১১-১০-২০২৫ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=
সম্পাদক ও প্রকাশকঃ ওমর ফারুকী তাপস
মোবাইল: 01711335013
www.ctvnews24.com