পোরশায় মলমপার্টির দুই নারী সদস্যসহ আটক ৩

সিটিভি নিউজ।। মোহাম্মদ আককাস আলী :সংবাদদাতা জানান =====
নওগাঁর পোরশার ছাওড় বলদাহার (কামারধা) গ্রামে দিনে বাড়িতে প্রবেশ করে চুরি করার সময় মলমপার্টির দুই নারী সদস্য
সহ তিন সদস্যকে আটক করে থানা পুলিশে দিয়েছে গ্রামবাসী। বৃহস্পতিবার বিকাল সাড়ে ৪টার দিকে ওই গ্রামের শামসুল হকের ছেলে নাজমুল হকের বাড়িতে মলমপার্টির ওই সদস্যরা সংগোপনে প্রবেশ করেন। এসময় নাজমুলের স্ত্রী সাথী খাতুন বাড়িতে একাই ছিলেন। বাড়িতে প্রবেশ করে তারা তাকে ধরে বাড়ির জিনিসপত্র চুরি করার চেষ্ঠা করলে সাথীর চিৎকারে গ্রামের লোকজন ছুটে এসে দুই নারী ও সিএনজি চালককে ধরে ফেলে। পরে তাদের পুলিশে সোপর্দ করা হয়। আটকৃতরা হলেন চাপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর উপজেলার বোয়ালিয়া কালুপুর গ্রামের মহির উদ্দিনের মেয়ে রোকসানা (৪০) ও নাইমুদ্দিনের স্ত্রী জোসনা (৫০) এবং হোগলা গ্রামের মৃত আব্দুছ ছাত্তারের ছেলে নাসিম (৪৫)। এদের বিরুদ্ধে থানায় নিয়মিত মামলা হয়েছে। শুক্রবার তাদের জেল হাজতে পাঠানো হয়েছে। পোরশা থানা অফিসার ইনচার্জ মিন্টু রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। সংবাদ প্রকাশঃ ১১-১০-২০২৫ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like)
আরো পড়ুন