সাবেক এমপি ওমর আহমেদ মজুমদারের ২৯ তম মৃত্যু বার্ষিকী পালিত

সিটিভি নিউজ।। নাঙ্গলকোট উপজেলার প্রতিষ্ঠাতা,প্রথমে বৃহত্তর লাকসাম ও নাঙ্গলকোট থেকে নির্বাচিত ও পরবর্তীতে নাঙ্গলকোট থেকে নির্বাচিত সাবেক জাতীয় সংসদ সদস্য, বাংগড্ডা বাদশাহ মিয়া উচ্চবিদ্যালয় ও কলেজের প্রতিষ্ঠা সহ ততকালীন বৃহত্তর লাকসাম ও নাঙ্গলকোট এর বহু শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা জনাব ওমর আহমেদ মজুমদার। তিনি বহু ধর্মীয় প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা। জনহিতকর অনেক কাজ তিনি করেছেন।
জনাব ওমর আহমেদ মজুমদার সাহেবের ২৯ তম মৃত্যু বার্ষিকী অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার ৯ অক্টোবর নাঙ্গলকোট বাগড্ডা এলাকার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে মসজিদ মাদ্রাসায় গুনি, এইব্যক্তির জন্য দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
জন দরদী ও জনপ্রিয় এই মানুষ টি স্থানীয় সরকারের ওয়ার্ড মেম্বার থেকে শুরু করে চেয়ারম্যান পরবর্তীতে জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হন।
সাধারণ মানুষের প্রয়োজনে তিনি নিজেকে উৎসর্গ করেছিলেন। এলাকার মানুষ গুনি এই ব্যক্তিকে আজও স্মরণ করেন।
এক নজরে ওমর আহমেদ মজুমদার
ওমর আহমেদ মজুমদার (১৯৩০-১৯৯৬) বাংলাদেশের কুমিল্লা জেলার রাজনীতিবিদ। তিনি বিলুপ্ত কুমিল্লা-১৭ ও কুমিল্লা-১১ আসনের সাবেক সংসদ সদস্য।
ওমর আহমেদ মজুমদার
#ব্যক্তিগত_বিবরণ
জন্ম
৮ মার্চ ১৯৩০
কুমিল্লা জেলা, বেঙ্গল প্রেসিডেন্সি, ব্রিটিশ ভারত।
(বর্তমান বাংলাদেশ)
মৃত্যু ১৯৯৬
#রাজনৈতিক দল
জাতীয় পার্টি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল
√দাম্পত্য সঙ্গী
আলেয়া বেগম
√√জন্ম ও প্রাথমিক জীবন
ওমর আহমেদ মজুমদার ৮ মার্চ ১৯৩০ সালে কুমিল্লা জেলার নাঙ্গলকাটে জন্মগ্রহণ করেন।
√√রাজনৈতিক ও কর্মজীবন
ওমর আহমেদ মজুমদার ১৯৭৯ সালের দ্বিতীয় জাতীয় সংসদ নির্বাচনে বিলুপ্ত কুমিল্লা-১৭ আসন থেকে বিএনপির নির্বাচিত সাংসদ হাবিবুল হকের মৃত্যু পর ঐ আসন হতে উপনির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মনোনয়নে প্রথম বার সাংসদ নির্বাচিত হন।
কাজের মেয়াদ
১৯৭৯ – ১৯৮২
তিনি ১৯৮৬ সালের তৃতীয় ও ১৯৮৮ সালের চতুর্থ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টির মনোনয়ন নিয়ে তৎকালীন কুমিল্লা-১১ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন।
কাজের মেয়াদ
১৯৮৬ – ১৯৯০
√√মৃত্যু
ওমর আহমেদ মজুমদার ১৯৯৬ মৃত্যুবরণ করেন। সংবাদ প্রকাশঃ ০৯-১০-২০২৫ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like)
আরো পড়ুন