দেবীদ্বারঃমায়ের অভিযোগে মাদকাসক্ত পুত্র কারাগারে

সিটিভি নিউজ।। এবিএম আতিকুর রহমান বাশারঃ দেবীদ্বার (কুমিল্লা) প্রতিনিধি/========
কুমিল্লার দেবীদ্বারে মায়ের অভিযোগের ভিত্তিতে মাদকাসক্ত ও বখাটে পুত্র দীপংকর চন্দ্র শীল (৩০)’কে সাজা দিয়ে কারাগারে পাঠিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার (৯ অক্টোবর) দুপুর ২টার দিকে উপজেলা প্রশাসনের উদ্যোগে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় দীপংকরকে দোষী সাব্যস্ত করে ১৫ দিনের বিনাশ্রম কারাদন্ড ও ৫০০ টাকা অর্থদন্ড প্রদান করা হয়। পরে দেবীদ্বার থানা পুলিশের মাধ্যমে তাকে কুমিল্লা জেলা কারাগারে প্রেরণ করা হয়।
দন্ডপ্রাপ্ত দীপংকর চন্দ্র শীল উপজেলার ফতেহাবাদ ইউনিয়নের বিষ্ণপুর গ্রামের মৃত কমল চন্দ্র শীলের পুত্র।
ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্ব দেন দেবীদ্বার উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) এবং পৌর প্রশাসক মো. ফয়সাল উদ্দিন। এ সময় দেবীদ্বার থানার উপ-পরিদর্শক (এসআই) ভবতোষের নেতৃত্বে একদল পুলিশ সদস্য উপস্থিত ছিলেন।
দীপংকরের মা স্বপ্না রানী শীল (৫৫) ও বোন প্রিয়াংকা শীল (২৫) জানান, দীপংকর দীর্ঘদিন ধরে মাদকাসক্ত। নেশার টাকার জন্য প্রতিনিয়ত মা ও বোনকে চাপ দিত, টাকা না পেলে বাড়ির আসবাবপত্র ভাঙচুর করত এবং তাদের মারধর করত। টাকার অভাবে চাহিদা পূরণে ব্যর্থ হলে সে আরও বেপরোয়া হয়ে ওঠত।
অসহ্য নির্যাতন ও এলাকার মানুষজনের অভিযোগে অতিষ্ঠ হয়ে মা’ স্বপ্না রানী অবশেষে দেবীদ্বার উপজেলা নির্বাহী কর্মকর্তা রাকিবুল ইসলামের শরণাপন্ন হন।
ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ফয়সাল উদ্দিন জানান, ইউএনও’র নির্দেশে ঘটনাস্থলে গিয়ে মাদকসহ দীপংকরকে আটক করে আদালত বসানো হয়। পরে আইন অনুযায়ী তাকে কারাদন্ড ও অর্থদন্ড দেওয়া হয়।
দেবীদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মো. মঈনুদ্দিন বলেন, “মোবাইল কোর্টে সাজাপ্রাপ্ত আসামিকে থানায় হস্তান্তর করা হয়েছে। বৃহস্পতিবারই তাকে কুমিল্লা জেলা কারাগারে পাঠানো হয়েছে।”
ছবির ক্যাপশন: দেবীদ্বারে মায়ের অভিযোগে ভ্রাম্যমাণ আদালতে সাজাপ্রাপ্ত মাদকাসক্ত দীপংকর চন্দ্র শীল (৩০)’র সংগৃহীত ছবি। সংবাদ প্রকাশঃ ০৯-১০-২০২৫ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like)
আরো পড়ুন