কুমিল্লায় প্রাথমিক শিক্ষকদের জন্য মৌলিক প্রশিক্ষণ উপকরণ প্রদর্শনী

সিটিভি নিউজ।। তাপস চন্দ্র সরকার (কুমিল্লা)।। সংবাদদাতা জানান ======
কুমিল্লা প্রাইমারি টিচার্স ট্রেনিং ইন্সটিটিউট এর আয়োজনে প্রাথমিক শিক্ষকদের জন্য মৌলিক প্রশিক্ষণ (বিটিপিটি) শিক্ষাবর্ষ জানুয়ারি-অক্টোবর ২০২৫ (৪র্থ ব্যাচ) এর উপকরণ প্রদর্শনী অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার (৯ অক্টোবর) সকাল ১০টায় ইন্সটিটিউটের সম্মেলন কক্ষে এ প্রদর্শনী অনুষ্ঠিত হয়।
এতে কুমিল্লা প্রাইমারি টিচার্স ট্রেনিং ইন্সটিটিউট এর সুপারিন্টেন্ডেন্ট সনজিত কুমার সিংহ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- কুমিল্লা অতিরিক্ত জেলাপ্রশাসক (শিক্ষা ও আইসিটি) আলী রাজিব মাহমুদ মিঠুন এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রাথমিক শিক্ষা অফিসার তাপস কুমার পাল ও সহকারী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোহাম্মদ মোতাহার বিল্লাহ। এসময় উপস্থিত ছিলেন- কুমিল্লা পিটিআইয়ের সহকারী সুপারিনটেনডেন্ট রৌশন আরা চৌধুরী এবং ফাতেমাসহ সকল ইন্সট্রাক্টর ও পরীক্ষণ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকাবৃন্দ। এছাড়াও উপস্থিত ছিলেন- কুমিল্লা সদর উপজেলার ইউপিইটিসি এর ইন্সট্রাক্টর উত্তম কুমার ঢালী ও আদর্শ সদর উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার মোহাম্মদ ফারুক আহমেদ সহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ।
প্রদর্শনী উপলক্ষে ১ম, ২য় ও ৩য় স্থান অধিকারী ০৩টি বিদ্যালয়সমূহে অনুশীলন পাঠদানকারী শিক্ষকবৃন্দকে পুরস্কৃত করা হয়।
এতে অংশগ্রহণ করেন- কুমিল্লা পিটিআইয়ের আওতাভুক্ত প্রশিক্ষণ বিদ্যালয় হিসেবে ১৫টি সরকারি প্রাথমিক বিদ্যালয়। অত্যন্ত আরম্বরপূর্ণ পরিবেশে কুমিল্লা পিটিআইয়ে উপকরণ প্রদর্শনী উদযাপিত হয়। অনুশীলন পাঠদানে অংশগ্রহণকারী ১৫টি প্রশিক্ষণ বিদ্যালয়ের জন্য পৃথক স্টল সাজানো হয়।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে উক্ত প্রদর্শনীর ভূয়শী প্রশংসা করেন এবং শিক্ষকবৃন্দকে নিজ নিজ বিদ্যালয়ে এই অভিজ্ঞতা প্রয়োগ করার আহবান জানান।
সবশেষে অনুষ্ঠানের সভাপতি সনজিত কুমার সিংহ সংশ্লিষ্ট সকলের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করে প্রদর্শনীর সমাপ্তি ঘোষণা করেন। সংবাদ প্রকাশঃ ০৯-১০-২০২৫ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like)
আরো পড়ুন