“অংশগ্রহণমূলক নির্বাচনের দাবিতে ঐক্যের বার্তা দিতে প্রস্তুত জামায়াত”
সিটিভি নিউজ।। তৌহিদ হোসেন সরকার কুমিল্লা ============জুলাই জাতীয় সনদ ও পিআর (Proportional Representation) পদ্ধতির ভিত্তিতে আগামী জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামী কুমিল্লা মহানগর আজ শুক্রবার বিকেলে এক বিশাল বিক্ষোভ মিছিলের আয়োজন করেছে। বিকাল ৩টায় ঐতিহাসিক কুমিল্লা টাউন হল মাঠ থেকে শুরু হয়ে মিছিলটি মহানগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করবে।
এই বিক্ষোভ শুধু একটি রাজনৈতিক দাবি নয়— বরং এটি কুমিল্লা শহরে এক ঐক্যবদ্ধ, সুশৃঙ্খল ও দৃশ্যমান শক্তি হিসেবে জামায়াতের উপস্থিতি জানান দেওয়ার একটি রাজনৈতিক শোডাউন হিসেবেও দেখা হচ্ছে। স্থানীয় রাজনৈতিক মহল বলছে, এটি হতে পারে আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে কুমিল্লা-৬ আসনে জামায়াত মনোনীত প্রার্থী ও মহানগর আমীর কাজী দ্বীন মোহাম্মদের শক্তি প্রদর্শনের সূচনা।
পিআর পদ্ধতির দাবি : গণভিত্তিক রাজনীতির নতুন সুর
সম্প্রতি কুমিল্লার একটি অভিজাত রেস্তোরাঁর হলরুমে পিআর পদ্ধতি নিয়ে আয়োজিত গোলটেবিল বৈঠকে অংশ নেন স্থানীয় সিনিয়র সাংবাদিক, শিক্ষাবিদ ও পেশাজীবীরা। বৈঠকে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম।
তিনি বলেন,
“বাংলাদেশে রাজনীতিতে বিভাজন নয়, এখন প্রয়োজন ঐক্য। আমরা সবাইকে সঙ্গে নিয়ে একটি অংশগ্রহণমূলক ও সুষ্ঠু নির্বাচন চাই। ইতিমধ্যে ৩৩ দলের মধ্যে ২৬টি দল পিআর পদ্ধতির পক্ষে মত দিয়েছে। আগামী নভেম্বরে গণভোটের মাধ্যমে এই পদ্ধতি বাস্তবায়ন করলে একটি গ্রহণযোগ্য সরকার প্রতিষ্ঠার পথ খুলে যাবে।”
তিনি আরও যোগ করেন,
“আগামীর মানবিক বাংলাদেশ গঠনে পিআর পদ্ধতি একটি অপরিহার্য নির্বাচন ব্যবস্থা। সব রাজনৈতিক দলকে আহ্বান জানাই, এই যৌক্তিক দাবি মেনে নিয়ে অবাধ, সুষ্ঠু ও স্বচ্ছ নির্বাচনের জন্য ঐক্যবদ্ধ হোন।”
রাজনৈতিক বিশ্লেষকদের দৃষ্টি কুমিল্লার মিছিলে
রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, কুমিল্লা মহানগরে জামায়াতের এই কর্মসূচি শুধু দাবি বাস্তবায়নের আহ্বান নয়; বরং এটি সংগঠনের পুনর্গঠন ও মাঠ পর্যায়ে শক্তি প্রদর্শনেরও একটি ইঙ্গিত। তাদের মতে, “সুশৃঙ্খল, নিয়মতান্ত্রিক ও কর্মীবাহিনি ভিত্তিক” দল হিসেবে জামায়াত যদি শহরজুড়ে এমন আয়োজন সফল করতে পারে, তবে তা অন্যান্য রাজনৈতিক দলের জন্যও একটি চিন্তার বিষয় হয়ে উঠবে।
এক অন্যরকম দৃশ্যের অপেক্ষায় কুমিল্লাবাসী
কুমিল্লা শহরের রাজনৈতিক পরিবেশে শুক্রবার বিকেল তাই বেশ উত্তেজনাপূর্ণ হয়ে উঠেছে। নাগরিক মহলে প্রশ্ন—এটা কি শুধু পিআর পদ্ধতির দাবিতে একটি বিক্ষোভ, নাকি কুমিল্লা-৬ আসনে আসন্ন নির্বাচনের আগে জামায়াতের একটি সুসংগঠিত শক্তি প্রদর্শন?
যেভাবেই দেখা হোক না কেন, আজকের বিকেলে কুমিল্লা মহানগরবাসী দেখবে এক অন্যরকম জামায়াত—একটি দল, যারা আন্দোলন করছে গণতান্ত্রিক সংস্কারের, এবং প্রস্তুতি নিচ্ছে নতুন রাজনৈতিক সমীকরণে নিজেদের অবস্থান জানান দেওয়ার। সংবাদ প্রকাশঃ ০৯-১০-২০২৫ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=